বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে তাপদাহে ৩৬ জনের মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার

এই গ্রীষ্মে ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘ তাপদাহে ৩৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

টানা প্রায় এক মাস উত্তর ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গেল ১০ জুন দিল্লিতে ৪৮ ডিগ্রি তাপমাত্রা পৌঁছায়, যেটা রাজধানী শহরে রেকর্ড করেছে।

এছাড়া গেল ১ জুন পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের চুরুতে তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়ায়। দেরিতে হলেও দক্ষিণাঞ্চলে বর্ষা দেখা পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। কিন্তু পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এখনো বর্ষার জন্য অপেক্ষা করছে।