বিমান বাহিনী প্রধান ফ্রান্স গেছেন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৬ জুন ২০১৯ রোববার
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক পাঁচ দিনের সফরে ফ্রান্স গেছেন। শনিবার ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফরাসি বিমান বাহিনী প্রধান জেনারেল ফিলিপ ল্যাভিনে এর আমন্ত্রণে তার আরো তিনজন সফরসঙ্গী রয়েছেন।
এ সফরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ফ্রান্সে অনুষ্ঠিত ৫৩তম ইন্টারন্যাশনাল পেরিস এয়ার শো-২০১৯ এ অংশগ্রহণ করবেন। ওই শোতে বিভিন্ন দেশের খ্যাতনামা সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান ও তাদের শীর্ষ কর্মকর্তারা, বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও উচ্চ পদস্ত সামরিক-বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
এই সফরের মাধ্যমে বিমান বাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্ত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। এতে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন হবে।
এছাড়া ফোর্সেস গোল ২০৩০ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নত সামরিক সরঞ্জামাদি ও আধুনিক প্রযুক্তির সংযোজন ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ায় গতিশীলতা আনতে সহায়ক ভূমিকা রাখবে।
বিমান বাহিনী প্রধানের ফ্রান্স সফরে দুই দেশের বিমান বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।