শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪   কার্তিক ২৪ ১৪৩১   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

এই তারকাদের বিচ্ছেদের খরচ আকাশচুম্বী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩০ এএম, ১৬ জুন ২০১৯ রোববার

বলিউড তারকারা যেমন ধুমধাম করে বিয়ে করেন, ঠিক তেমনই অধিক অর্থ ব্যয় করে ডিভোর্সও হয় তাদের। মূলত তারকাদের বিচ্ছেদের অর্থের পরিমাণ শুনলে চমকে যাবেন যে কেউ। বলিউডে এমন অনেক তারকা আছেন, যাদের বিচ্ছেদের অর্থ দিয়ে দুই চারটি জাঁকজমক বিয়ের আয়োজন করা সম্ভব। ছোট খাটো কোন বিয়ের কথা বলছি না, তাদের ডিভোর্সের অর্থ দিয়ে অন্য কয়েকজন তারকার বিয়ে সম্পন্ন করানোও সম্ভব। 

এমন তালিকায় কারা পড়েছেন, যারা এত অর্থ গুনেছেন-     

 

আদিত্য চোপড়া ও পায়েল খান্না

আদিত্য চোপড়া ও পায়েল খান্না। সবাই জানে, এই প্রযোজকের সঙ্গে রানী মুখার্জী বেশ সুখের সংসার গড়েছেন। তবে অনেকের হয়ত জানা নেই, এটি আদিত্যের দ্বিতীয় সংসার। এর আগে তিনি প্রথম স্ত্রী পায়েল খান্নার সঙ্গে সংসার বেঁধেছিলেন। ২০০১ থেকে ২০০৯ সাল অবধি তাদের সংসার টেকে। তবে এই প্রযোজকের প্রথম সংসার যখন ভেঙে যায়, তখন তাকে ভরণভোষণের ক্ষতিপূরণ বাবদ আদিত্য যে পরিমান অর্থ দিয়েছিলেন, সেটা অন্যান্য কয়েকটি জাঁকজমকপূর্ণ বিয়ে সম্পন্ন করার মতই। মূলত এটাই ছিল বলিউডের ইতিহাসে সবচেয়ে খরুচে বিচ্ছেদগুলোর একটি।

কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর

কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর। এই যুগলের ধুমধাম বিয়ে হয় ২০০৩ সালে। আরেক বলিউড তারকা অভিষেক বচ্ছনের সঙ্গে বাগদান করে সরে দাঁড়ানোর পর মূলত এই গাঁটছড়া বাঁধেন কারিশমা কাপুর। কিন্তু ২০১৫ সালে এসে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে বিচ্ছেদের সময় ক্ষতিপূরণ বাবদ কারিশমা পান পুরোপুরি চৌদ্দ কোটি রুপি।

সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই

সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই। একসময় বেশ সুখের সংসার ছিল তাদের। তবে এই বিবাহিত জীবনে সঞ্জয়ের লাইফে হঠাৎ ডুকে পড়ে নতুন একটি জীবন। তিনি পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন নাদিয়া দুররানির সঙ্গে। রিয়ারও একটি সম্পর্ক ছিল টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে, তবে সেটি বিচ্ছেদের পড়ে ফোকাস হয়। কিন্তু ২০০৫ সালে যখন তারা আনুষ্ঠানিক ভাবে বিচ্ছেদ সারেন, তখন সঞ্জয়কে মোট আট কোটি রুপি গুণতে হয়, যেটি ক্ষতিপূরণ বাবদ তিনি পরিশোধ করেছিলেন।

আমির খান ও রিনা দত্ত

বলিউড পারফেক্টশনিস্ট আমির খান ও রিনা দত্ত। প্রথম ১৯৮৬ সালে রিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির। তবে তাদেরও ২০০২ সালে এসে বিচ্ছেদ হয়। কিন্তু মজার ব্যাপার হল, ডিভোর্সের ফাইল দাখিল করার পর ক্ষতিপূরণ হিসেবে রিনা ৫০ কোটি রুপি চেয়েছিলেন। কিন্তু শেষমেশ কত পেয়েছিলেন তা জানা নেই। 

হৃতিক রোশন ও সুজান খান

হৃতিক রোশন ও সুজান খান। সেই কৈশোর বয়স থেকে তাদের প্রেম। সে প্রেমেরও যে বিচ্ছেদ হতে পারে, তা কে জানে! তাই তো যখন বিচ্ছেদের খবর আসলো ভক্তরা প্রথমে বিশ্বাসও করতে চাননি। অথচ ২০১৪ সালে তারা আলাদা হয়ে যান। এই সময় সুজান ক্ষতিপূরণ হিসেবে ৪০০ কোটি রুপি চেয়েছিলেন। পরবর্তীতে শোনা যায়, এর মধ্যে প্রায় ৩৮০ কোটি রুপি পেয়েছিলেন সুজান।

প্রভু দেবা ও রামলাথ

প্রভু দেবা ও রামলাথ। প্রথম ১৯৯৫ সালে তাদের বিয়ে হয়। বেশ সুখের সংসার ছিল তাদেরও। ১৬ বছরের বৈবাহিক সম্পর্কের পর তারাও আলাদা হয়ে যান। এই সময় রামলাথ ক্ষতিপূরণ হিসেবে ২০-২৫ কোটি রুপির সম্পতি পান। একই সঙ্গে ১০ লাখ রুপি নগদ অর্থ ও দু’টো দামী গাড়িও সঙ্গে নিয়ে যান।

সাইফ আলী খান ও অমৃতা সিং

সাইফ আলী খান ও অমৃতা সিং। প্রায় ১৪ বছর সংসার করার পর ২০০৪ সালে তাদের ডিভোর্স হয়। এই সময় ক্ষতিপূরণ হিসেবে অমৃতাকে সাত কোটি রুপি দেন সাইফ। এও শোনা যায় যে, সাইফ তার পৈত্রিক সম্পদের প্রায় অর্ধেকটা অমৃতাকে দিয়ে দেন ওই সময়।