নিঃসন্তান দম্পতির ৪৫ দত্তক শিশু সবাই এইচআইভিতে আক্রান্ত!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৬ জুন ২০১৯ রোববার
রক্তের সম্পর্কের বাইরে গিয়ে ৪৫ জন শিশুর বাবা হয়েছেন। আর এই ৪৫ জন শিশুই এইচআইভি পজিটিভ; যাদের কেউ নেই, কোথাও যাওয়ার নেই। ভারতের চেন্নাইয়ের এই বাবার নাম সলোমন রাজ।
স্ত্রী ফেলভিয়া শান্থের সঙ্গে হাত মিলিয়ে শুধু নিজেদের অভিভাবক হওয়ার স্বপ্নকে এভাবে সত্যিই করেছেন ৫২ বছরের সলোমন। বিনা স্বার্থে ৪৫ শিশুর পাশে দাঁড়িয়েছেন শুধু তাদের স্বপ্ন পূরণ করার জন্য। তাদের চিকিৎসা, শিক্ষা ও ভালো ভাবে বাঁচিয়ে রাখাই এখন এই দম্পতির জীবনের মূল কাজ।
সলোমন ও তার স্ত্রীর বিয়ের পর আট বছরেও কোনো সন্তান হয়নি। এর পরই তারা সন্তান দত্তক নেয়ার কথা ভেবেছিলেন। কিন্তু চেয়েছিলেন এমন কোনো সন্তানকেই দত্তক নিতে, যার সত্যিই একটি পরিবার ও সাহায্যের প্রয়োজন রয়েছে। সে কারণেই এইচআইভি আক্রান্ত এক শিশুকে দত্তক নেন তারা।
একজন শিশুকে বাড়িতে রেখে কাজে বেরিয়ে যেতে হবে ভেবে, একে একে ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে ৪৫-এ। একটি এনজিও তৈরি করেছেন সলোমন। নাম রেখেছেন, শেল্টার ট্রাস্ট।
এখন এই শিশুরাই সলোমন ও ফেলভিয়ার স্বপ্নের ঘর, স্বপ্ন বেঁচে থাকার ... আসল অভিভাবক হয়ে।