পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের বোন গ্রেফতার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৬ জুন ২০১৯ রোববার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গ্রেফতারের পাঁচদিন পর এবার তার বোন ফারয়াল তালপুরকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর সদস্যরা তাকে গ্রেফতার করে। জারদারির সঙ্গে একই মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। গেল সোমবার জারদারিকে গ্রেফতার করা হয়।
ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর মুখপাত্র ডন নিউজকে জানান, শুক্রবার ফারয়াল তালপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে এদিনই তাকে গ্রেফতার করা হয়। ইসলামাবাদের বিশেষ আদালতে শনিবার তাকে হাজির করে ১৪ দিনের রিমান্ড চাইলে আদালত ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইসলামাবাদের এফ এট সেক্টরে অবস্থিত জারদারি হাউসকে সাবজেল ঘোষণা করে ফারয়াল তালপুরকে সেখানেই রাখা হয়েছে। ফারয়াল জারদারি গ্রুপের অন্যতম পরিচালক।
প্রসঙ্গত, প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি অবৈধ লেনদেনের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জারদারি ও তার বোন ফারয়াল তালপুরের বিরুদ্ধে মামলা দায়ের করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (NAB)।