ভারতে রাজনৈতিক দাঙ্গায় ৩ মুসলমান নিহত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৬ জুন ২০১৯ রোববার
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রাজনৈতিক দাঙ্গায় ৩ মুসলমান নিহত। নিহত ৩ জন তৃণমুল কংগ্রেসকর্মী বলে জানা গেছে। শনিবার (১৫ জুন) ডোমকলের কুচিয়ামোড়া গ্রামে ব্যাপক বোমাবাজি ও গুলিবর্ষণের মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ৩ জন হলেন, সোহেল রানা (১৯), খাইরুদ্দিন শেখ (৫৫) ও রহিদুল শেখ (২৭)। সোহেল রানা ও খাইরুদ্দিন একই পরিবারের সদস্য। অন্যজন তাদের প্রতিবেশি। সকলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, তিন জন খুন হয়েছেন। কী কারণে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দু’টি গোষ্ঠীর সংঘর্ষের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলেও তার ধারণা।
শনিবার ভোর ৫ টা নাগাদ ডোমকলের কুচিয়ামোড়া গ্রামে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপের পাশাপাশি তিনজনকে ঘিরে ধরে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
উল্লেখ্য, এর আগে লোকসভা নির্বাচনের আগে দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছিলেন সোহেল রানার বাবা ও ডোমকল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলতাফ শেখ। এবার তার ভাই ও ছেলে নিহত হলেন।