বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় শিশু সহ নিহত ৭

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৬ জুন ২০১৯ রোববার

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে সরকারি বাহিনীর বিমান হামলায় তিন শিশু সহ সাতজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরো পনেরো জন।
 
শনিবার এ বিমান হামলার ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে। 

বিমান হামলায় নিহত সাতজনের মধ্যে তিন জনের মৃত্যুই হয়েছে মারেত আল-নুমান শহরে। এছাড়া আল-বারা শহরে আসাদ সরকারের চালানো বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের। নিহতদের মধ্যে ৩ শিশু ও তাদের বাবাও রয়েছেন।

ইদলিব প্রদেশটি বিদ্রোহীদের সঙ্গে সরকারের যুদ্ধবন্ধ চুক্তি করা চারটি প্রদেশের অন্যতম হলেও সে চুক্তি ভঙ্গ করে বাশার আল-আসাদ সরকার এ হামলাটি চালিয়েছে। 

 

প্রাণহানী রোধে ও উত্তেজনা কমাতে রাশিয়া, তুরস্ক ও ইরানের সমঝোতায় গেল বছরের সেপ্টেম্বরে বিদ্রোহীদের সঙ্গে সিরীয় সরকারের এই যুদ্ধ বন্ধ চুক্তিটি করা হয়েছিলো। 

সিরিয়ায় ২০১১ সাল থেকেই বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীর যুদ্ধ হয়ে আসছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ৩ লক্ষ ৭০ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে, যাদের বিশির ভাগই বেসামরিক। এছাড়া যুদ্ধের কারণে বাস্তচ্যুত হয়েছে লাখো লাখো মানুষ।