বাবা ছাড়া একটি দিনও কল্পনা করতে পারি না: মিম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১৬ জুন ২০১৯ রোববার
দুই অক্ষরের একটি শব্দ বাবা। যিনি একজন সন্তানের জীবনে বটবৃক্ষ, নিদাঘ সূর্যের তলে সন্তানের অমল-শীতল ছায়া। বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন। বাবা মানে নির্ভরতার আকাশ আর নিঃসীম নিরাপত্তার চাদর। সন্তানের প্রতি বাবার ভালোবাসা এতোটাই স্বার্থহীন যে, সন্তানের জন্য নিজের প্রাণ দিতেও তারা কুণ্ঠাবোধ করেন না। আজ রবিবার বিশ্ব বাবা দিবস। বছরের এই একটি দিনকে প্রিয় সন্তানরা আলাদা করে বেছে নিয়েছেন। জুন মাসের তৃতীয় রবিবার সারা বিশ্বের সন্তানরা পালন করবেন এই দিবস। পিছিয়ে নেই দেশীয় শোবিজ তারকারাও।
বাবাকে নিয়ে বিশেষ এই দিনটিতে বিদ্যা সিনহা মিম বলেন, বাবা শিক্ষকতা পেশায় ছিলেন। তাই বিভিন্ন সময়ে যখন বাবার কর্মক্ষেত্রে আমি গিয়েছি, নিজ চোখে দেখেছি বাবাকে সবাই কত সম্মান করেন, ভালোবাসেন। আবার এখন বাবা যখন আমার সঙ্গে কোথাও যান তখন তিনি নিজ চোখে উপভোগ করেন সেই বাবার মেয়েকে দর্শক কতটা ভালোবাসছেন, শ্রদ্ধা করছেন। বাবার বুক তখন আনন্দে ভরে যায়। আমারো চোখে তখন জল চলে আসে।
তিনি বলেন, অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা খুব সহজ কোনো কথা নয়। সেই কঠিন কাজটিই যখন করতে পেরেছি তখনই আমাকে নিয়ে বাবার আনন্দ হয় বেশি। বাবা আমাকে ছোটবেলায় ‘টুকটুকি’ বলে ডাকতেন। আবার একটু বড় হওয়ার পর ‘বাবু’ বলে ডাকা শুরু করেন। এখনো আমাকে বাবা বাবু বলেই ডাকেন। এ বয়সে এসেও বাবার বাবু ডাকার মধ্যে ছোট্টবেলার সেই আদুরের ডাকটাই পাই আমি।
লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার পর আমি প্রথম হুমায়ূন আহমেদ স্যারের নির্দেশনায় রিয়াজ ভাইয়ের বিপরীতে অভিনয় করে পাঁচ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলাম। পুরো টাকাটাই তখন বাবার হাতে তুলে দিয়েছি। অবশ্য তারও আগে আমি যখন অষ্টম শ্রেণীতে বৃত্তি পেলাম বৃত্তির টাকাও বাবার হাতে তুলে দিয়েছিলাম।
বাবাকে মিমি আরো বলেন, বাবা আমার জীবনের পুরোটাতে এমনভাবে মিশে আছেন বাবা ছাড়া পৃথিবীতে আমি একটি দিনও কল্পনা করতে পারি না। আমার বাবা-মায়ের আগেই যেন ঈশ্বর আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যান।
এদিকে, মুক্তির অপেক্ষায় আছে মিমের নতুন ছবি ‘সাপলুডু’। এতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। চলতি বছরেই প্রেক্ষাগৃহে দেখা মিলতে পারে এই ছবিটির।