সাফল্যের মূলমন্ত্র আব্বার কাছ থেকে পাওয়া: ববিতা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ১৬ জুন ২০১৯ রোববার
বাবা মানে আপনত্ব। বাবা মানে আদর-শাসন-বিশ্বস্ততা। বাবা মানে নির্ভরতা, বাবা নিখাদ আশ্রয়, বাবা বটবৃক্ষ। উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। সম্মানের মুকুট। আজ রবিবার বিশ্ব বাবা দিবস। বছরের এই একটি দিনকে প্রিয় সন্তানরা আলাদা করে বেছে নিয়েছেন। জুন মাসের তৃতীয় রবিবার সারা বিশ্বের সন্তানরা পালন করবেন এই দিবস।
বাবা দিবসে বাবার স্মৃতিচারণ করে গুণী অভিনেত্রী ববিতা বলেন, বিয়ের মাত্র চার মাস পরই আমার আব্বা ইন্তেকাল করেন। বাবাকে ঘিরে প্রত্যেক সন্তানেরই অনেক স্মৃতি থাকে। আমার জীবনের সাফল্যের মূলমন্ত্র কিন্তু আব্বার কাছ থেকেই পাওয়া। এই যে আমি এত পরিপাটি থাকি, গুছিয়ে থাকার চেষ্টা করি, এটা আব্বার কাছ থেকেই পাওয়া। তিনি যখন অফিস থেকে আসতেন তখন আমরা সবাই তাকে পান বানিয়ে খাওয়াতাম। তার পা টিপে দিতে দিতে তখন সব আবদার করতাম। তিনি আমাদের সেই আবদার রাখতেন।
বাবার কাছ থেকেই অভিনয়ের অনুপ্রেরণা পেয়েছেন উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আব্বা অনেক সিনেমা দেখতেন। সিনেমা দেখে দেখে আমাদের মজার মজার গল্প বলতেন এবং সেসব গল্পে তিনি আমাদের অভিনয় করতে বলতেন। সেখান থেকেই কিন্তু অভিনয়ে আমার অনুপ্রেরণা আসা। পরবর্তীতে যখন আমি সিনেমার নায়িকা হিসেবে কাজ শুরু করি, তখনো তিনি আমাকে অনেক অনুপ্রেরণা দিতেন। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয়ের আগে আব্বাই সত্যজিৎ রায়ের সঙ্গে চিঠি আদান-প্রদান করতেন ইংরেজিতে। শুটিংয়ের সময় সত্যজিৎ রায়ের সঙ্গে তার চমৎকার একটি সম্পর্ক তৈরি হয়েছিল। আমার ইংরেজি শেখার খুব শখ ছিল বলে আব্বা আমাকে ছোটবেলায় একটি ডিকশনারি কিনে দিয়েছিলেন।
এদিকে আড়াই মাসের বেশি সময় কানাডায় ছেলের কাছে ছিলেন ববিতা। ঈদের আগে দেশে ফিরেছেন। আর গেল সোমবার রাজধানীর গুলশানের বাড়িতে ৪৫টি সুবিধাবঞ্চিত শিশুকে আমন্ত্রণ জানিয়েছিলেন ববিতা। আর ঈদে ববিতা নিজে পছন্দ করে এই শিশুদের নতুন জামা কিনে দিয়েছেন। সেই নতুন পোশাক পরেই তারা বেড়াতে আসে ববিতার বাড়িতে।
প্রসঙ্গত, কয়েক বছর আগে ববিতা ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) শুভেচ্ছাদূত নির্বাচিত হন। এই প্রতিষ্ঠানটির হয়ে ববিতা এই শিশুদের নিয়ে কাজ করেন।