খাবার খেতে টাকা ‘চুরি’ করলেন নেতানিয়াহুর স্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৯ এএম, ১৭ জুন ২০১৯ সোমবার
ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সরকারি তহবিল থেকে না জানিয়ে অর্থ নিয়ে তার অপব্যহার করেছেন। সরকারি তহবিল থেকে অর্থ নেয়ায় তাকে ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে সরকারি তহবিল থেকে ৯৯ হাজার ৩০০ ডলার দিয়ে বাড়ির বাইরে থেকে খাবার নিয়ে আসার অভিযোগ আনা হয়েছে।
প্রধানমন্ত্রীর বাসভবনে ক্যাটারিং সার্ভিস খাবার সরবরাহ করেনি বলেই এমনটা করেছেন বলে স্বীকার করেছেন নেতানিয়াহুর স্ত্রী।
তার আইনজীবী বলেন, এ নিয়ে তার কিছু করার ছিলনা। তার স্বামীকে ক্ষমতা থেকে নামানোর জন্যই এসব পদক্ষেপ নেয়া হয়েছে।
ইসরায়েলের দৈনিক জেরুজালেম পোস্ট একটি প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুর স্ত্রী ফৌজদারি আইনে অপরাধী হিসেবে বিবেচিত হবেন। আর সেটা অনুযায়ী, সরকারকে ১২ হাজার ৪৯০ এবং অতিরিক্ত আরো ২ হাজার ৭৭৭ ডলার জরিমানা দিতে হবে।
গত বছর সারা নেতানিয়াহুর আইনজীবী যুক্তি উপস্থাপনে বলেন, সারা বাইরের ক্যাটারিং সার্ভিস থেকে খাবার আনার বিষয়ের নিয়মকানুন সম্পর্কে কিছু জানতেন না। তা ছাড়া বাড়ির ম্যানেজারও ওই খাবার অর্ডার করেননি।