বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

হেয়ার কন্ডিশনার মানেই ‘মধু’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫১ এএম, ১৭ জুন ২০১৯ সোমবার

চুলের যত্নে কত কিছুই করে থাকে সবাই। দামী দামী অনেক প্রসাধনীও ব্যবহার করেন অনেকেই। কিন্তু জানেন কি, চটজলদি চুলে জেল্লা আনতে মধুর জবাব নেই। এতে থাকা বিভিন্ন উৎসেচক এবং নিউট্রিয়েন্ট চুলের রুক্ষতা দূর করে শাইন আনে। এছাড়া চুলের কিউটিকলও কোমল করে। ফলে চুল হয় মসৃণ ও প্রাণবন্ত। চলুন তবে জেনে নেয়া যাক চুলের যত্নে মধুর ব্যবহার- 

১ টেবিল চামচ মধুর সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে ভিজা চুলে ভালোভাবে লাগিয়ে নিন। স্ক্যাল্পে লাগানোর প্রয়োজন নেই। চুলের ডগা থেকে ১/৩ অংশে লাগালেই হবে। এভাবে ২০ মিনিট রেখে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এই ঘরোয়া হেয়ার কন্ডিশনার ব্যবহারে চুল হবে সুন্দর, শাইনি ও প্রাণবন্ত।