সেলফি আসক্ত বাঁদর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার
সেলফি আসক্তি ছড়িয়ে পড়ছে মানুষকে আচার আচরণে অনুসরণ করা প্রাণী বাঁদরেও। সোশ্যাল মিডিয়া সম্প্রতি ঝড় তুলেছে এক বাঁদর। পার্কে ঘুরতে আসা এক দল পর্যটকের সঙ্গে সেলফি তোলা নিয়ে একটি বাঁদর যা করেছে তা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ।
অস্ট্রেলিয়ার বাসিন্দা জুডি হিকস, তার স্বামী ও ছেলে মেয়েদের নিয়ে সম্প্রতি ছুটি কাটাতে এসেছিলেন ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে এসে তিনি পরিবারের লোকজনকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন উবুদ মাংকি ফরেস্টে। এখানে এসে যখন গাইডকে ছবি তোলার জন্য ফোন দিয়ে তারা সকলে পোজ দিচ্ছেন, তখনই এ কাণ্ড ঘটায় ওই বনাঞ্চলের একটি বাঁদর।
মোবাইল দেখেই দূর থেকে ছুটে আসে সে। আর ঝাঁপিয়ে পড়ে গাইডের হাত থেকে কেড়ে নেয় মোবাইলটি। তার পরই হিকসদের সামনে দাঁড়িয়ে সুন্দর পোজে তুলতে থাকে সেলফি। বাঁদরের তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা ঘটনার কথা লিখেছেন ওই অস্ট্রেলীয় পর্যটক। তার পরই ভাইরাল হয়েছে সে ছবি।