বিদ্যুৎহীন আর্জেন্টিনার অচলাবস্থা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার
নজিরবিহীন বৈদ্যুতিক বিপর্যয়ের মুখে পড়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। দেশদুটির পুরো অংশ এবং ব্রাজিলের কিছু অংশ বিদ্যুৎবিহীন অবস্থায় অচল হয়ে পড়েছে।
আর্জেন্টিনার প্রধান বিদ্যুত সরবরাহকারী বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে। রিপোর্টে বলা হয়েছে, ব্রাজিল ও প্যারাগুয়ের একটি বড় অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আর্জেন্টিনার মিডিয়া জানায়, বিদ্যুৎ বিপর্যয় স্থানীয় সময় সকাল সাতটার পর ঘটেছে, যার ফলে ট্রেনগুলো বন্ধ হয়ে যায় এবং ট্রাফিক সংকেত অচল হয়ে পড়ে।
জানা গেছে, আর্জেন্টিনার কিছু অংশ স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ অবস্থায় ঘটলো বিপর্যয়।
বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এডিসুর এক টুইটে বলা হয়, বৈদ্যুতিক আন্তঃসংযোগ ব্যবস্থায় ব্যাপক বিপর্যয়ের ফলে আর্জেন্টিনা ও উরুগুয়ের সব এলাকায় বিদ্যুৎ চলে গেছে।
আর্জেন্টিনার জ্বালানি সচিব, গুস্তাভো লোপেটেগুই বলেছেন, বিপর্যয়ের কারণ এখনও নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, দেশের কিছু অংশে বিদ্যুৎ পুনরুদ্ধার করা হচ্ছে, তবে আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে।