বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিস্কুট কারখানা থেকে ২৬ শিশু উদ্ধার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার

জনপ্রিয় একটি বিস্কুট কারখানা থেকে উদ্ধার হয়েছে ২৬টি শিশু, যারা আসলে কারখানার শিশু শ্রমিক। এই সব কিশোর-কিশোরীদের দিয়ে মাসিক পাঁচ থেকে সাত হাজার টাকা মজুরির বিনিময়ে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করানো হতো।

ভারতের ছত্তীসগড়ের রাজধানী রায়পুরের অমাশিবনি এলাকায় ‘পার্লে জি’ কারখানা থেকে ২৬ শিশু শ্রমিককে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। উদ্ধার হওয়া শিশুদের বয়স ১৩ থেকে ১৬ বছর। 

 

পুলিশ জানায়, ১২ জুন ছিল শিশু শ্রম বিরোধী দিবস। সেই উপলক্ষে জেলা জুড়ে শিশু শ্রমের বিরুদ্ধে অভিযান শুরু করে রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দফতর। এর জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়। ‘বচপান বাঁচাও’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্যের দেয়া তথ্যের ভিত্তিতে অমাশিবনি এলাকার ওই পার্লে জি’র কারখানা অভিযান চালানো হয়।

পুলিশ আরো জানায়, অমাশিবনি এলাকার ‘পার্লে জি’র কারখানা থেকে উদ্ধার হওয়া শিশুদের ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ বা অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে আনা হয়েছে। আপাতত উদ্ধার হওয়া শিশুদের স্থানীয় একটি সরকারি হোমে রাখা হয়েছে। ওই কারখানার মালিকের বিরুদ্ধে জুভেনাইল আইনের নানা ধারায় একাধিক মামলা দায়ের করেছে পুলিশ।