খোলামেলা ছবি পোস্ট করায় চিকিৎসকের লাইসেন্স বাতিল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার
পেশায় ডাক্তার, তবে মডেলিং তাকে বেশি টানে। তাই রোগী দেখার পাশাপাশি মডেলিং করেন চিকিৎসক ন্যাং স্যান৷ সম্প্রতি খোলামেলা ছবি ফেসবুকে পোস্ট করে ডাক্তারি পেশার লাইসেন্স হারিয়েছেন তিনি। খবর সিএনএ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ছবি এবারই প্রথম পোস্ট করেন নি তিনি। বিভিন্ন সময়ে স্বচ্ছ পোশাকে, কখনো সুইমিং কস্টিউমে বা অন্তর্বাসে সোশ্যাল মিডিয়ায় নিজেকে সামনে এনেছেন তিনি। এবার নাকি বেশি বাড়াবাড়িই হয়েছে, তাই ক্ষেপে এমন সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারের মেডিকেল কাউন্সিল।
চিকিৎসক ন্যাং স্যান ও তার লাইসেন্স বাতিলের বিজ্ঞপ্তি
ন্যাং স্যানের বয়স ২৯ বছর। চিকিৎসার পাশাপাশি তার মডেলিং দক্ষতাও বেশ ভালো। তিনি মনে করছেন, লাইসেন্স বাতিলের মাধ্যমে তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে মিয়ানমারের মেডিকেল কাউন্সিল।
লাইসেন্স বাতিলের আগে মিয়ানমারের মেডিকেল কাউন্সিল গত জানুয়ারিতে তাকে একবার নোটিশ পাঠিয়েছিলো। সেখানে স্যানের ফেসবুকে পোস্ট করা সব খোলামেলা ছবি মুছে দিতে বলা হয়েছিলো। কিন্তু স্যান সে কথা শোনেননি। এবার তাই তার লাইসেন্স কেড়ে নেয়া হলো।