বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

৭০০ বছরের পুরনো মসজিদ ফের চালু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২১ এএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার

বুলগেরিয়ায় উসমানী সাম্রাজ্যের সবচেয়ে পুরোনো ইস্কি মসজিদটি নতুন করে চালু করা হয়েছে। ফলে ১৩৯৪ সালে নির্মিত প্রাচীন এ মসজিদটি তার মূলভিত্তিতে ফিরে আসলো।

তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নতুন করে মসজিদটি চালু করা হয়। খবর ইয়েনি শাফাক ও তুর্কি প্রেসের।

রোববার তুর্কি সরকারের প্রধান ধর্মীয় উপদেষ্টা আলি ইরবাশ বুলগেরিয়ার হাস্কো অঞ্চলের এ মসজিদটি পুনঃউদ্বোধন করেন। 

 

এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে। এর ফলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম পূর্বপুরুষদের সংস্কৃতি ও সভ্যতার পরিচয় লাভে সমর্থ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সোফিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হাসান উলুসী, বুলগেরিয়ার মুফতি মুস্তাফা হাজি আলইয়াশ,প্রসিদ্ধ মুফতি বুসরা আমিন আফেন্দী এবং বিশিষ্ট ধর্মীয় দায়ী ও স্কলাররা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলি ইরবাশ মসজিদে নামাজের ইমামতিও করেন।

ইস্কি জামে মসজিদ পুনঃপ্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য বুলগেরিয়া সরকারকে তুরস্কের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।