বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক লাখ ৩৬ হাজার বছর পর ফিরলো অ্যালডব্রা রেল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার

পৃথিবী থেকে প্রায় ১ লাখ ৩৬ হাজার বছর আগেই বিলুপ্ত হয়ে যাওয়া অ্যালডব্রা রেল পাখিটি সম্প্রতি আবারো দেখা গেছে ভারত মহাসাগরের অ্যালডব্রা অ্যাটল ও তৎসংলগ্ন অঞ্চলে।

অ্যালডব্রা রেল পাখিটি দেখতে বকের মত। সাদা লম্বাটে গলা আর গোলাকার ছোট চেহারা। বিবর্তনের এই ধারাকে ইটারেটিভ এভেলিউশন বলে ব্যাখ্যা করেছেন মার্কিন বিজ্ঞানীরা। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাজার হাজার বছর পর প্রাকৃতিক নিয়মেই পৃথিবীর বুকে ফিরে এসেছে এই প্রজাতির পাখি।

জুলজিক্যাল জার্নাল অব দ্য লিনেন সোসাইটি নামের একটি আন্তর্জাতিক পত্রিকায় এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ভারত মহাসাগরের অ্যালডব্রা অ্যাটল অঞ্চলে এই পাখির জীবাশ্ম পাওয়া গিয়েছিল। তাই এই প্রজাতির নাম রাখা হয় অ্যালডব্রা রেল।

দীর্ঘ গবেষণার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পোর্টস মাউথ অ্যান্ড ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম-এর গবেষকদের দাবি, ভারত মহাসাগরের অ্যালডব্রা অ্যাটল ও তাতসংলগ্ন অঞ্চলে যে পাখিদের আধিক্য লক্ষ্য করা গেছে সেগুলো প্রায় দেড় লাখ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া অ্যালডব্রা রেল।

মার্কিন বিশেষজ্ঞদের মতে, এই ভাবে বিবর্তনের মাধ্যমে একই প্রজাতির অবলুপ্তির পরও ফিরে আসার ঘটনা বিরল হলেও প্রথম নয়। পৃথিবীর বিবর্তনের ইতিহাসে এমন ঘটনা একাধিকবার ঘটেছে।