নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৭ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আড়াইহাজারে এক নির্বাচিনী প্রচারনার সময় স্থনীয় জনগনের উদ্দেশ্যে করে বলেন বিগত দশ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নায়ন করেছে তা স্বাধীনতার পরে কোন সরকার করতে পারেনি। অতএব আপনারা নৌকার সরকারকে ক্ষমতায় আনলে উন্নয়ন পাবেন।
তিনি আরো বলেন, স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এতো উন্নয়ন হয়েছে। আপনারা অতীতেও নৌকা মার্কায় ভোট দিয়েছেন, এই নৌকা মার্কায় ভোট দিয়েই বাংলার মানুষ তাঁর স্বাধীনতা পেয়েছেন। নৌকা মার্কায় ভোট দেয়ার কারণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আজকে বাংলাদেশ সমগ্র বিশ্বে উন্নয়নের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, সম্মান পেয়েছে। তাই আপনারা যদি উন্নয়নের ধারা বজায় রাখতে চান তাহলে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, উপজেলার ১০ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠাসোসহ সব সেক্টরে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অকাতরে টাকা দিয়েছেন। আড়াইহাজারে দুইটি জাতীয় প্রতিষ্ঠান ফলিত, পুষ্টি ও গবেষনা ইনস্টিটিউট ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিউটি প্রতিষ্ঠা করা হয়েছে। নৌকায় ভোট দিয়েছেন বলেই শতভাগ বিদ্যুতায়ন, সকল রাস্তাঘাট পাঁকা হয়েছে। সমস্ত স্কুল, কলেজে নতুন নতুন ভবন নির্মিত হয়েছে। মাদারাসা, মসজিদ, কবরস্থান, মন্দিরের, শশ্মানসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। পঞ্চাশ শয্যার হাসপাতাল হয়েছে। কমিনিউটি ক্লিনিকগুলো আধুনিকায়ন করে স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌছে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আড়াইহাজারবাসীর জন্য যখন যা চেয়েছি তাই পেয়েছি। সারাদেশে উন্নয়নে আড়াইহাজার মডেল উপজেলায় রূপান্তরিত হয়েছে। তাই আগামী নির্বাচনে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে আড়াইহাজারবাসীকে।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা মোশারফের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া,শাহিদা মোশারফের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাড. এম সাজাওয়ার হোসেন, লেডিস ক্লাবের সভাপতি ডা. সায়মা ইসলাম ইভা, পৌর মেয়র সুন্দর আলী,সিরাজুল ইসলাম ভূইয়া, অ্যাড. পারভীন আক্তার কবিতা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, জোসনা খাতুন, আড়াইহাজার উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জল, সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম প্রমুখ।