বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকাগামী সুন্দরবন-১০ লঞ্চে আগুন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৭ এএম, ১৯ জুন ২০১৯ বুধবার

বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১০ লঞ্চটি আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি মাঝের চর এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবরে আতিঙ্কত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনার সময় তাদের অনেকে নদীতে ঝাঁপ দেয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিলেন বলে জানা গেছে।

লঞ্চের তিনতলায় পেছনের দিকে সোফার অংশে আগুন লাগে বলে জানিয়েছেন লঞ্চের সুপারভাইজার মো.হারুন অর রশীদ।

তিনি গণমাধ্যমকে বলেন, ধোঁয়া নির্গমনকারী পাইপ গরম হয়ে তিন তলার সিলিংয়ে ও সোফায় আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে চাঁদপুরের ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে তিনি যোগ করেন, লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

লঞ্চের যাত্রী বরিশালের বাবুগঞ্জের বাসিন্দা আরাফাত বলেন, অনেকেই ঘুমিয়েছিল। আমরা কার্ড খেলছিলাম। ঠিক রাত দেড়টার দিকে আগুন আগুন বলে চিৎকার শুনি। তিন তলায় এ আগুন লাগে। এ খবরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে আবার পরিবেশ শান্ত হয়।

লঞ্চের আরেক যাত্রী মাহরুফ জানান, আমরা কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে চেয়েছিলাম। অনেকে দৌড়ে ছাদেও উঠে সে সময়। তবে পরে কাউকে ঝাঁপ দিতে দেখেননি বলে তিনি জানান।

প্রসঙ্গত, ঢাকা-বরিশাল নৌরুটে লিফটযুক্ত দেশের সর্বাধুনিক বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ এই সুন্দরবন-১০। এটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত সাড়ে ৮টার দিকে ছেড়ে যায়।