সালমানের বাজিমাত, চিহ্নিত শাহরুখ-আমির?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২২ এএম, ১৯ জুন ২০১৯ বুধবার
সময়ের সঙ্গে বলিউডে ‘স্টারডম’ শব্দটার অর্থ পাল্টেছে। ছবির পাশাপাশি বদলেছে সিনেমা শিল্প, বক্স অফিসের চলন-বলন। বলা যায় বলিউড এখন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আজকের বলিউড মানে ক্রমাগত কনটেন্টের চাপে কোণঠাসা। বলিউড মানে বাণিজ্যিক ছবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যধারার ছবির টিকে থাকা বা এগিয়ে যাওয়া।
কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে থাকতে বক্সঅফিসে বাজিমাত করতেই হবে। প্রায় তিন দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রি রাজ করছেন শাহরুখ, আমির ও সালমান। কিন্তু সম্প্রতি হাল আলমের বেশ কয়েকজন নায়ক বক্স অফিসে বাজিমাত করে দেখিয়েছে। তাহলে কি নতুনদের প্রভাবে দিন দিন জনপ্রিয়তার তুঙ্গে থাকা নায়কদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে? এমনি প্রশ্ন অগুনতি দর্শকদের।
এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান খানের আলোচিত ছবি ‘ভারত’। টানা দশ দিন পরও বক্সঅফিসে ‘ভারত’-এর যাত্রা অব্যাহত। জাতীয় বক্স অফিসে এখন পর্যন্ত এই ছবি আয় করেছে প্রায় ১৭৫ কোটি রুপি। সারা বিশ্বে এই ছবি এখন পর্যন্ত আয় করেছে ২৫০ কোটি রুপি ঈদে মুক্তির নিরিখে এখন পর্যন্ত প্রথম দিনে সালমানের ক্যারিয়ারের সেরা ছবিও ‘ভারত’। প্রথম দিনেই এই ছবি আয় ৪২.৩ কোটি রুপি। প্রায় ৪৭০০ পর্দায় মুক্তি পেয়ে এই বছরের হায়েস্ট গ্রসার ছবির তালিকায় ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরেই রয়েছে এই ছবি।
মাঝে, সালমানের ‘টিউবলাইট’ ও ‘রেস ৩’ দর্শক মহলে তেমন সাড়া ফেলনি। কিন্তু ‘টাইগার জিন্দা হ্যায়’র পর ‘ভারত’র বাজিমাত। বলা যেতেই পারে হারানো জমি আবার ফিরে পেলেন সালমান। ভাইজান খ্যাত এই নায়কের অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দাবাং ৩’ ও ‘ইনশাআল্লাহ’। কিন্তু এই ছবিগুলো পূর্বের রেকর্ড ভাঙতে পারবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।
সালমানের যখন এই অবস্থা সেখানে শাহরুখ ও আমিরের অবস্থা কেমন চলছে? বলে রাখা ভালো এই তিন সুপারস্টারই বাস্তব জীবনে খুব ভালো বন্ধু। যেটা বলিউডের সকলের জানা। আর এর আন্দাজ পাওয়া যায় তাদের আচার আচরণে। প্রকাশ্যে একে অপরের বিরোধিতা বা আক্রমন করে কথা বলতে দেখা যায়নি। কিন্তু অভিনয়ের প্রতিযোগিতা রয়েছে। তাই একজনের ছবি হিট করলে অন্যের কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক।
বিগত দিনের হিসেব কষলে বরাবরই এগিয়ে থেকেছেন আমির। চরিত্রের প্রতি নিবেদিত প্রাণ। ছবির ভালোর জন্যই হোক বা প্রচার, সবসময় তার মৌলিকত্ব ভক্তদের মন জয় করে নিয়েছে। সেই আমির খানও এবারে দর্শককে নিরাশ করেছেন। ২৫০ কোটি বাজেটের ‘থাগস অব হিন্দোস্তান’ বক্সঅফিসে ব্যবসা করেছে মাত্র ১৫২ কোটি রুপির! ‘ধুম ৩’-এর পর আমিরের সব থেকে হতাশাজনক ছবি এটাই। শিগগিরই আমিরকে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে। টম হ্যাংকস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ (১৯৯৪)-এর রিমেক এই ছবি। শোনা যাচ্ছে চরিত্রের জন্য আমির তার মতো করে প্রস্তুতি নেয়াও শুরু করেছেন। এখন দেখার পালা এই ছবিতে কতটা দর্শক হৃদয়ে নাড়া দিতে পারেন এই অভিনেতা।
সালমান আর আমিরের চেয়ে বক্স অফিস পরিসখ্যানে শাহরুখের অবস্থা আশাহত। ‘যব হ্যারি মেট সেজল’ বা ‘জিরো’ শাহরুখ অভিনীত এই ছবি দুটি পরপর ফ্লপ। ‘জিরো’র আয় মাত্র ৯০ কোটি রুপি! অন্যদিকে কিংখানের ‘রইস’ বক্সঅফিসে মুখ রক্ষা করলেও দর্শকের মধ্যে এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সিনে সংশ্লিষ্টদের মতে এর মধ্যে মনে রাখার মতো ছবি ‘ডিয়ার জিন্দগি’। কিন্তু সুপারস্টারের ছবির সঙ্গে যে বক্স অফিস ওতপ্রতভাবে জড়িত। তাই বলা যায় কিং খান এখন মাঝ নদীতে। আধুনিক ভারতের বদলে যাওয়া দর্শকদের কথা মাথায় রেখে তিনি ভালো গল্পের অপেক্ষায় নাকি তার চিরাচরিত রোমান্টিক অবতারেই আটকে থাকবেন? এই প্রশ্ন অনেকের।
এই অভিনেতা অনেক আগেই ঘোষণা করেছেন, মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে তিনি অভিনয় করছেন না তিনি। ভাবলে অবাক হতে হয়, শেষ ছবি মুক্তির পর ছ’মাস অতিক্রান্ত হলেও শাহরুখ এখন পর্যন্ত নতুন ছবির ঘোষণা দেননি! শোনা যাচ্ছে চিত্রনাট্যে মনোযোগ দিয়েছেন বলিউড বাদশা। চিত্রনাট্য পছন্দ হলেই সবুজ সংকেত মিলবে। একই সঙ্গে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুদের থেকেও তিনি পরামর্শ নিচ্ছেন। সবাই জানে ‘বাজিগর’ শাহরুখ এত সহজে হেরে যাওয়ার পাত্র নন। তাই বলিউডে খানেদের রাজত্ব কী শেষের পথে, এই বহুল চর্চিত প্রশ্নের উত্তর তোলা থাক সময়ের হাতে।
সালমান এ যাত্রায় পরীক্ষায় উতরে গিয়েছেন। এখন মুখ রক্ষার জন্য শাহরুখ ও আমিরের প্রয়োজন একটা বক্স অফিস কাঁপানো হিট ছবি।