বর্ষায় অবশ্যই ত্বক ও চুলের প্রতি হতে হবে যত্নবান!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০০ এএম, ১৯ জুন ২০১৯ বুধবার
ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে প্রকৃতিও। আর এই আবহাওয়া বদলের কারণে ত্বক ও চুলের উপর পরে নানা প্রভাব। বর্ষাকালে যখন তখন বৃষ্টি শুরু হয়। যার ফলে এই সময় ত্বক ও চুলের প্রতি একটু বেশি সতর্ক হতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক বর্ষায় ত্বক ও চুলের যত্নে করণীয়-
চুলের যত্নে
বর্ষাকালে যখন তখন বৃষ্টিপাতের কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। এর ফলে চুলে একটা ম্যাজম্যাজে ভাব সবসময় থাকে। তাই এই অতিরিক্ত ভেজা ভাব কমাতে কয়েকটা পদক্ষেপ নিন। সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার দিন, এর ফলে চুলের মোলায়েম ভাব বজায় থাকবে। চুলের ধরণ বুঝে সপ্তাহে অন্তত একদিন মাস্ক ব্যবহার করুন।
ত্বকের যত্নে
বর্ষায় ত্বককে একদমই অবহেলা করা যাবে না। তেলতেলে ত্বক হলে অয়েল-বেসড প্রসাধনী মোটেও ব্যবহার করবেন না। জেল বেসড প্রোডাক্ট বর্ষায় বেশি উপযোগী। সানস্ত্রিন ও মেকআপ প্রোডাক্ট যেন ম্যাট ফিনিশ হয়। গরম কমলেই সবার মধ্যে কম পানি খাওয়ার প্রবণতা দেখা যায়। সেটা বর্জন করুন। বর্ষাতেও দিনে আট থেকে দশ গ্লাস পানি খেতেই হবে।