বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

গরমে ত্বকের যত্নে ভরসা কমলালেবু!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০১ এএম, ১৯ জুন ২০১৯ বুধবার

গরমে ত্বক তৈলাক্ত হবেই! এ কারণে নানা রকম ত্বকের সমস্যা যেমন, পিম্পলস-অ্যাকনে বেড়ে যায়। তবে এ সবের হাত থেকে মুক্তি পেতে প্রচুর টাকা খরচা করতে হবে তা কিন্তু নয়। আপনার রান্নাঘরের কয়েকটি উপাদান এই সমস্যার হাত থেকে আপনাকে রেহাই দিতে পারে। তেমনি একটি গুরুত্বপূর্ণ ফল হলো কমলালেবু। সত্যি বলতে ত্বকের উপর জাদু করতে পারে কমলালেবু। কারণ এর মধ্যে অতিরিক্ত তেল শুষে নেয়ার ক্ষমতা রয়েছে। রইলো কমলালেবু দিয়ে তৈরি তিনটি ফেস প্যাকের সন্ধান-

কমলালেবু ও নিমের ফেস প্যাক
এর জন্য প্রয়োজন হবে ৩ টেবিল চামচ কমলালেবুর রস, ২ টেবিল চামচ দুধ, ৩ টেবিল-চামচ নিমপাতা বাটা। এবার একটি পাত্রে নিমপাতা বাটা ও দুধ ভালোভাবে মিশিয়ে নিন। এবার তার মধ্যে কমলালেবুর রস মেশান। মিশ্রণটি ঘন থকথকে হলে মুখে মেখে বিশ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

 

কমলালেবু ও বেসনের ফেসপ্যাক
এই ফেস প্যাকটি তৈরি করতে প্রয়োজন হবে ২ টেবিল চামচ বেসন, ৩ টেবিল চামচ গোলাপজল, ৩ টেবিল চামচ কমলা লেবুর রস। কমলালেবুর রসের সঙ্গে বেসনের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। এরপরে তার মধ্যে পরিমাণমতো গোলাপ জল মেশান। মুখে মেখে কুড়ি মিনিট রাখার পরে দেখবেন পুরো মিশ্রণটি শুকিয়ে গিয়েছে। তখন হালকা হাতে ঠান্ডা পানিতে ধুয়ে নিন বা নরম কাপড় ভিজিয়ে মুছে ফেলতে পারেন। এক সপ্তাহে ৩ বার এই প্যাক ব্যবহার করুন।

কমলা লেবু এবং ওটমিল ফেসপ্যাক
১ টেবিল চামচ ওটমিল, ২ টেবিল চামচ কমলালেবুর রস ভালোভাবে মিশিয়ে মুখে মাখুন। দশ থেকে বারো মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন ।