বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ত্বকে ব্রণ হওয়ার কারণ ‘মেকআপ ব্রাশ’!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৪ এএম, ১৯ জুন ২০১৯ বুধবার

মেকআপ করতে ব্রাশের প্রয়োজনীয়তা কতটুকু তা নিশ্চয়ই নারীরা জানেন? আর এজন্যই নিঁখুত মেকআপ পেতে ব্রাশের তুলনা হয়না। আপনি কি আপনার মেকআপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করছেন? জানেন কি?

প্রতিদিন মেকআপ ব্রাশ পরিষ্কার কারাটা কিন্তু বাধ্যতামূলক। কারণ অপরিষ্কার ব্রাশ থেকে আপনার ত্বকে জন্মাতে পারে র‌্যাশ ও ব্রণ। এমনকি এতে জমে থাকা ব্যাকটেরিয়া ত্বকের গভীরে পৌঁছে হতে পারে স্কিন ক্যান্সারও। চলুন তবে জেনে নেয়া যাক অপরিষ্কার মেকআপ ব্রাশে কী কী ক্ষতি হতে পারে-

১. ব্রাশ অপরিষ্কার থাকার কারণে ত্বকে ব্যাকটেরিয়ার প্রভাব বৃদ্ধি পায় যা ব্রণ বৃদ্ধির একমাত্র প্রধান কারণ।

২. অপরিষ্কার মেকআপ ব্রাশের সাহায্যে মেকআপ করলে কখনো লাবণ্যতা ফুটে উঠবে না। সেইসঙ্গে ত্বকের ক্ষতি হবে। 

৩. ব্রাশ প্রতিদিন পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া সহজেই আপনার প্রসাধনী পণ্যে ছড়িয়ে যেতে পারে। ফলে পরবর্তীতে উক্ত পণ্য ব্যবহারে আপনার ত্বকে র‌্যাশ সৃষ্টি হবে। 

৪. মেকআপ ব্রাশের সঠিকভাবে পরিষ্কার রাখলে তা দীর্ঘদিন ব্যবহার করা যায়। এতে আপনার অর্থও বাঁচবে সেইসঙ্গে ত্বকও থাকবে লাবণ্যময়।