নিমিশেই কমিয়ে ফেলুন টিকটিকির উপদ্রব!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২২ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার
টিকটিকি দেখতে নিরীহ প্রকৃতির। কিন্তু টিকটিকি খুবই বিষাক্ত। এর হাত থেকে রেহাই পেতে রাসায়নিক যুক্ত স্প্রে ব্যবহার করে থাকেন অনেকেই। কিন্তু তাতেও বাড়িতে টিকটিকির উপদ্রপ বন্ধ হয় না। তবে সহজ কিছু পদ্ধতি অবলম্বন করেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নেয়া যাক টিকটিকি তাড়ানোর অব্যর্থ উপায়গুলো-
১. জানালার কোনায় কোনায় বা ঘরের ভেন্টিলেটরে কয়েক কোয়া রসুন রেখে দিন। রসুনের গন্ধে টিকটিকি ধারে কাছেও ঘেঁষবে না।
২. গোলমরিচ কিংবা শুকনো মরিচের গুঁড়ো ৩ থেকে ৪ কাপ পানিতে ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে ঘরের কোনায় কোনায় স্প্রে করুন। টিকটিকি সহজেই কমে যাবে।
৩. ঘরের যেখানে টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ন্যাপথলিন ট্যাবলেট বা গুঁড়ো ছড়িয়ে দিন। ন্যাপথলিনের গন্ধে টিকটিকি পালিয়ে যাবে।
৪. ডিমের খোসা রাখা জায়গায়ও টিকটিকির দেখা মেলে না।
৫. ময়ূরের পালক থাকলেও টিকটিকি ধারে কাছে ঘেঁষে না।
৬. পেঁয়াজের গন্ধও সহ্য করতে পারে না টিকটিকি। কয়েক টুকরা পেঁয়াজ ঘরের যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব বেশি, সেখানে রেখে দিলে টিকটিকি পালাবে।
৭. তামাকের সঙ্গে সামান্য কফি মিশিয়ে ছোট ছোট বল বানিয়ে ঘরের আনাচে কানাচে রাখলেও টিকটিকির উপদ্রব কমে যায়।