সোহেল তাজের অপহৃত ভাগনে উদ্ধার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৯ এএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের অপহৃত ভাগনে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে একটা গাড়ি থেকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বটতলা বাজার এলাকায় অপহরণকারীরা তাকে নামিয়ে দিয়ে যায়।
তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে এখন ঢাকায় নেয়া হচ্ছে।
সোহেল তাজের ভাগনে সৌরভ গত ৯ জুন চট্টগ্রাম থেকে অপহৃত হন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে সৌরভের বাবা-মা জানান, ১৬ মে বনানীর একটি বাসা থেকে র্যাব-১ পরিচয়ে সৌরভকে একদল লোক তুলে নিয়ে যায়। তারাই দ্বিতীয় দফা অপহরণের সঙ্গে জড়িত। সৌরভের ব্যক্তিগত একটি সম্পর্কের জের ধরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
বুধবার দুপুরের দিকে ফেসবুক লাইভে সোহেল তাজ বলেন, মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে সৈয়দ ইফতেখার আলম সৌরভের ফোন নম্বর থেকে তার মায়ের নম্বরে ফোন এসেছিল। লাইভে তার সঙ্গে ছিলেন সৌরভের মা সৈয়দা ইয়াসমিন আরজুমান ও বাবা মো. ইদ্রিস আলী।
তার প্রশ্নের জবাবে সৌরভের বাবা-মা বলেন, রাত ২টা ২০ মিনিটে হোয়াটস অ্যাপ থেকে সৌরভের মা ইয়াসমিনের নম্বরে ফোন আসে। কিন্তু অন্য প্রান্ত থেকে কেউ কথা বলেনি। ছিল সুনসান নীরবতা। নম্বরটি খোলা আছে এবং অনবরত তাঁরা সৌরভের নম্বরে ফোন করলেও কেউ ধরছেন না। তারা খুদে বার্তাও পাঠিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রামের উপ-কমিশনার (অপরাধ বিষয়ক), গোয়েন্দা বিভাগ (উত্তর), উপকমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম) ও পাঁচলাইশ থানাকে তারা জানিয়েছেন। পুলিশ ওই নম্বরের সূত্র ধরে সৌরভকে খুঁজে দেখার আশ্বাস দেন।