বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনলাইনে কেনাকাটা অতঃপর মাথায় হাত! জেনে নিন করণীয়...

লাইফস্টাইল ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

বর্তমানে অনলাইন শপিং বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কারণ বর্তমানে সবাই ব্যস্ত! আর এ কারণেই বাড়তি সময় নিয়ে মার্কেট ঘুরে কেনাকেটা অনেকের কাছেই ঝক্কি-ঝামেলার ন্যয়। তাই অনলাইনেই সুবিধামত কিছু কেনাকাটার অর্ডার করতে পারলেই সবার স্বস্তি।

কিন্তু অনলাইন থেকে কেনাকাটা করেছেন আর মাথায় হাত দেননি এমন একজনও মনে হয় পাওয়া যাবে না। এত্ত এত্ত কেনাকাটার অনলাইন পেজ, এত্ত এত্ত বিজ্ঞাপন এর মাঝে আসলে মাথা ঠিক রেখে শান্তভাবে কোনোকিছু কেনাকাটা করাটাও বেশ ঝামেলার। তাই অনলাইন থেকে কেনাকাটা করার আগে কিছু জিনিস আপনাদের মাথায় আপনারা অবশ্যই রাখবেন তাহলে আর ঠকার বা হাত পা কামড়ানোর মত পরিস্থিতি সৃষ্টি হবে না আশা করি।

১. অনলাইন ভ্যারিফাইড পেজ দেখে কেনাকাটা করুন। 

২. নতুন কোনো পেজ পণ্য কেনার আগে কাস্টমার রিভিউ জেনে কিনবেন। 

৩. কোনো কিছু অর্ডার করার আগে অবশ্যই ভালো করে প্রোডাক্ট ডিটেইলস পড়ে নিবেন। কনফিউশন লাগলে প্রোডাক্টের অর্জিনাল ছবি চেয়ে নিয়েও দেখে নিবেন।
 
৪. অবশ্যই ক্যাশ ইন ডেলিভারি সিস্টেমে প্রোডাক্ট কিনবেন বিভিন্ন অনলাইনে পেজ থেকে। কোনোভাবেই প্রোডাক্ট পাওয়ার আগে এক টাকা ও বিকাশ করবেন না।

৫. অনেক ক্ষেত্রে একই পণ্যে নতুন কোনো পেজ ডিসকাউন্ট দিয়ে থাকে। আবার ডেলিভারি চার্জেও কিছুটা ছাড় দেয় কিছু কিছু পেজ। সো ভালো করে খোঁজখবর নিয়ে কিনলে কিছুটা ছাড়ে আপনারই সাশ্রয় হবে।

৬. ডেলিভারির পরে যদি দেখেন প্রোডাক্ট ম্যাচ হচ্ছেনা,ম্যাটারিয়ালস এ ও ঝামেলা আছে অথবা ফেব্রিকস  ও আকাশ পাতাল ডিফারেন্স তবে কি করবেন? হ্যাঁ প্রোডাক্ট ডেলিভারির সময়ে পছন্দ না হলে যেন রিটার্ন দিতে পারেন সেভাবে কথা বলে নিবেন আগেই।