বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডার্ক সার্কেল দূর করতে ঘরোয়া সিরাম তৈরির পদ্ধতি জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

টানা টানা দুটি চোখের প্রতি সবারই আকর্ষণ থাকে। এক জোড়া মোহনীয় চাহনি সৌন্দর্যকে বাড়িয়ে তুলে অনেকাংশে। এজন্যই তো চোখকে সাজিয়ে তুলতে আমাদের কতো তোরজোড়। কিন্তু ডার্ক সার্কেল আমাদের চোখের জন্যে এমন একটি সমস্যা, যা চোখের সৌন্দর্য পুরোটাই নষ্ট করে দেয়। চোখের পাতা এবং চোখের নিচে কালচে দাগ হয়ে যাওয়াকেই ডার্ক সার্কেল বলা হয়। চোখের ত্বক বেশ সংবেদনশীল তাই কখনো স্বস্তা মেকাপ প্রোডাক্ট ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। চোখের যত্নে আই সিরামের ব্যবহার অনস্বীকার্য। প্রাকৃতিক উপাদান দিয়ে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আই সিরাম তৈরির প্রক্রিয়া জানানো হলো-
উপকরণ

শসার রস, আলুর রস, অ্যালোভেরা জেল, ক্যাস্টর অয়েল ও ছোট ঢাকনাসহ কৌটা।

পদ্ধতি

প্রথমে শসা এবং আলু ব্লেন্ড করে রস বের করে নিন। এবার ১ চা চামচ শসার রস, ১ চা চামচ আলুর রস, হাফ চা চামচ ক্যাস্টর অয়েল, ১ চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে একটি চামচের সাহায্যে উপকরণগুলো ভালোভাবে মেশাতে থাকুন। যাতে অ্যালোভেরা জেল এবং ক্যাস্টর অয়েল খুব ভালোভাবে মিশে যায়। ২ থেকে ৩ মিনিট ধরে ভালো করে মেশানোর ফলে মিশ্রণটি অনেকটা ঘন লিকুইডে পরিণত হবে। এবার এই মিশ্রণটি একটি ছোট কৌটাতে ঢেলে নিন। ব্যস, আপনার আই সিরাম প্রস্তুত।

ব্যবহারবিধি

এই আই সিরামটি রাতের বেলা ব্যবহারে ভালো ফল পাওয়া যাবে। রাতে মুখ পরিষ্কারের পর, আপনার রিং ফিংগারে একটু আই সিরাম নিয়ে ডার্ক সার্কেল এর উপর লাগান এবং হালকা হাতে ম্যাসাজ করুন ১ থেকে ২ মিনিট। এরপর সারারাত রেখে দিন। 

এই আই সিরামটি প্রতিদিন রাতে ব্যবহার করতে হবে। তাহলেই ভালো ফল পাওয়া যাবে। সিরামে ব্যবহৃত বেশির ভাগ উপাদান পচনশীল তাই ১ সপ্তাহের মতো ভালো থাকবে। তাই এতে ব্যবহৃত উপাদানগুলো পরিমাণে অল্প নেয়া হয়েছে। এক সপ্তাহ অন্তর অন্তর এই আই সিরামটি তৈরি করে নিন।