গাছে ওঠার যন্ত্র আবিষ্কার করলো এক কৃষক
আন্তর্জাতিক ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার
যারা গাছে উঠতে পারেন না তাদের জন্য আবিষ্কার করা হয়েছে ‘গাছে ওঠার যন্ত্র’। কোনো বিজ্ঞানী নয়, এটি একজন কৃষকের আবিষ্কার। ইতোমধ্যে ভিন্নধর্মী এই যন্ত্র আবিষ্কারের মাধ্যমে বিশ্বব্যাপী আলোচনায় উঠে এসেছেন গণপতি ভাট।
ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা গণপতি ভাট। তার ওই যন্ত্রটির ওজন প্রায় ২৮ কেজি। সেটি দিয়ে মাত্র ৩০ সেকেন্ডে যে কোনো নারকেল বা সুপারি জাতীয় গাছে ওঠা যায়। আর এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে পেট্রল। ইতোমধ্যে ৩০০টির মতো অর্ডারও পেয়েছেন ওই কৃষক।
গাছে ওঠার যন্ত্রটি দেখতে অনেকটা মোটরসাইকেলের মতো। ৪৮ বছর বয়সী এই কৃষক জানান, ভিন্নধর্মী যন্ত্রটি কেউ কিনতে চাইলে তাকে বাংলাদেশি মুদ্রায় ৯০ হাজার টাকা খরচ করতে হবে। একটি গাছে যেখানে স্বাভাবিকভাবে চড়তে অন্তত ১০ মিনিট লাগে সেখানে এই যন্ত্রটির সাহায্যে এক ঘণ্টায় ৮০ বার ওঠা নামা করা যায়।
বিশেষজ্ঞদের মতে, যন্ত্রটি কৃষকদের কষ্ট অনেকটা লাঘব করবে। ভাট যা করেছেন তা অবশ্যই কৃষকদের উপকারে আসবে।