শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ বিশ্ব সঙ্গীত দিবস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৭ এএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

গান শোনে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না বললেও ভুল বলা হবে না! ক্লান্তির রেশ কাটাতে, দুঃখ ভুলে সুখের নাগাল পেতে, আবার কখনো বা সুখের আনন্দ অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে গান শোনা হয়। অনেকের সকাল শুরু হয় গান দিয়েই, রাতে ঘুমানোর আগেও একই কাজ করে থাকেন। এমন সঙ্গীতপ্রেমীরা চাইলে আজকের দিনটিকে একটু বিশেষ ভাবে ‍উৎযাপন করতে পারেন। কারণ ২১জুন বিশ্ব সঙ্গীত দিবস।

বিশ্বায়নের এই যুগে বছরের বেশির ভাগ দিনই ‘বিশেষ’। বিশ্ব সঙ্গীত দিবসটাও কি সে রকমই কিছু? সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ এর কথায়, আমরা যারা গানের মানুষ, তাদের কাছে প্রতিদিনই তো সঙ্গীত দিবস। তবুও সবাই চায় একটি দিবস ভালোভাবে উৎযাপন করতে। এইতো! তবে এই দিনটির পেছনেও একটা গল্প আছে, দিবসটা আপনা-আপনি হয়নি।

সঙ্গীত দিবসের শুরুটা আশির দশকে। তবে দিবসটির বীজ রোপন করে ফ্রান্সের একটি রেডিও স্টেশনে কর্মরত আমেরিকান সঙ্গীতজ্ঞ জোয়েল কোয়েন। তিনি প্রথম সত্তরের দশকে ফরাসি সরকারের কাছে দিনব্যাপী বিশ্ব সঙ্গীত দিবস পালনের প্রস্তাব করেন। কয়েক বছর পর ১৯৮২ সালে ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি সমীক্ষায় জানতে পারে, দেশটির কমপক্ষে দু’টি সন্তানের মধ্যে একজন কোনো না কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী।

 

তৎকালীন সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাংকে বিষয়টি চমকে দেয়। সেই থেকে ১৯৮৫ সালের ২১ জুন প্রথম সমগ্র ইউরোপ এবং পরবর্তীতে সারা বিশ্বে সঙ্গীত দিবস হিসেবে পালন শুরু হয়। তবে প্রথম থেকেই আলিয়ঁস ফ্রঁসেজ দিবসটি পালন করে আসছে। ২১ জুন উত্তর গোলার্ধের সব চেয়ে বড় দিন হওয়ায় দিনটিকে সঙ্গীত দিবস হিসেবে পালন করার জন্য বেছে নেয়া হয়।

এদিকে বিশ্ব সংগীত দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এদিন বিকেল ৪টা থেকে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে, সমবেত সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, বিদেশী ভাষায় গান। আয়োজনে আরো থাকছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।