বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজধানীর গ্রিন রোডে ১৭ ফার্মেসিকে ৩০ লাখ জরিমানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩২ এএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

রাজধানীর গ্রিন রোডে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ওষুধ বিক্রির কারণে ১৭টি ফার্মেসিকে সাড়ে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় একজনকে কারাদণ্ডসহ একটি ফার্মেসিকে সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত চলা অভিযানে এ জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

সারোয়ার আলম জানান, প্রায় সব ক’টি ফার্মেসিতে ৯০ শতাংশ ওষুধে ভেজাল আছে। অভিযানে ১৭টি ফার্মেসিকে সাড়ে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একজনকে ৩ মাসের জেল ও একটি ফার্মেসি সিলগালা করা হয়েছে।

 

অভিযানে প্রায় ২৫ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ উদ্ধার করা হয় জানিয়ে তিনি বলেন, গ্রিনরোডের বেশিরভাগ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখা আছে। কিছু ওষুধ নির্ধারিত ঠাণ্ডা তাপমাত্রায় রাখা হচ্ছে না। এছাড়া ২-১ ফার্মেসিতে লাইসেন্সেও সমস্যা রয়েছে।