ওপেন হার্ট সার্জারিতে বিস্ফোরণ!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

হয়তো এমন ঘটনার কথা আগে কখনো শুনেননি? কিন্ত এরকম ঘটনা আগেও ঘটেছে। শুনলে হয়তো একটু অবাকই হবেন। ওপেন হার্ট সার্জারির সময় রোগীর বুকে বিস্ফোরণ হয়ে আগুন ধরে গেছে। এমন ভয়াবহ তথ্য জানিয়েছে ভিয়েনায় অনুষ্ঠিত ইউরোন্যাসথেসিয়া কংগ্রেস।
গত বছর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের একটি হাসপাতালে এমন অভিজ্ঞতার মুখোমুখি হন ড. রুথ সেইলর এবং তার সহকর্মীরা। অন্য চিকিৎসকদের সতর্ক করে তারা জানান, ফুসফুস থেকে অক্সিজেন লিক হয়ে অ্যানেসথেসিয়ার সঙ্গে মিশ্রিত হয়ে এই ঘটনা ঘটে। মাস্কের সাহায্যে রোগির স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ঠিক রাখতে গিয়ে চিকিৎসকেরা অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেন। আর তাতেই ওই ঘটনা।
সৌভাগ্যক্রমে চিকিৎসকেরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন এবং অপারেশন চালিয়ে যান। এ ঘটনায় ওই রোগির কোনো ক্ষতিও হয়নি।