সার্ফিং নিয়ে চলচ্চিত্র ‘ন ডরাই’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩২ এএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
নতুন স্বপ্ন ও নতুন সংকল্প নিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার পর্দায় উঠে আসবে সার্ফিংয়ের গল্প। সার্ফিং নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটির নাম ‘ন ডরাই’। এটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। যার অর্থ ‘ভয় পাই না’।
তানিম রহমান অংশুর পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মডেল সুনেরা বিনতে কামাল।
বৃহস্পতিবার বিকেলে স্টার সিনেপ্লেক্সে ছবিটির পোস্টার উন্মোচন ও ট্রেলার প্রকাশ করা হয়।চলচ্চিত্রটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘শো মোশন’।
চলচ্চিত্রটির গল্পটি গড়ে উঠেছে সত্য ঘটনা অবলম্বনে। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা। তবে তা সবাই যেন বুঝতে পারে সেভাবেই ব্যবহার করা হয়েছে।
দেশের প্রথম নারী সার্ফার নাসিমা। এই ছবিতে থাকবে তার গল্পও। তার সামাজিক, পারিবারিক প্রতিবন্ধকতাও উঠে আসবে ছবিতে। তাই বলে এটি তার গল্পের সিনেমা না। এখানে আরো অনেক গল্পই থাকবে। নারীর এগিয়ে যাওয়ার একটা বার্তাও থাকবে ছবিতে।
দেশে সার্ফিংয়ের জনপ্রিয়তা বেড়েছে এক দশক হলো। যারা সার্ফিং করেন তাদের অনেক অবদান রয়েছে এই জনপ্রিয়তার পেছনে। সেই গল্পগুলোই প্রযোজককে উৎসাহি করেছে সার্ফিং বিষয়ে সিনেমা নির্মাণ করতে।
নির্মাতা অংশু জানান, এরই মধ্যে ছবিটির শুটিং সম্পূর্ণ হয়েছে। এডিটিং প্যানেলের কাজও শেষ। এই ছবির শুটিং করা হয়েছে কক্সবাজার, সেন্টমার্টিন, টেফনাফ ও ঢাকার বিভিন্ন লোকেশনে।
সিনেমাটি প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ‘ন ডরাই’ নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলবে। আমাদের কাজ একেবারেই শেষ। এখন সেন্সরে সিনেমাটি জমা দেয়ার প্রস্তুতি নিচ্ছি। আর ইচ্ছে আছে আগামী অক্টোবরে ‘ন ডরাই’ মুক্তি দেয়ার।
সুনেরাহ বিনতে কামাল বলেন, সিনেমায় আমি একদম নতুন। ছোটবেলা থেকে আমার অভিনয়ের শখ ছিলো। এবার সেটা প্রামাণ পেলো। সিনেমাটি করতে গিয়ে নাছিমার গল্প আমাকে খুব অনুপ্রাণিত করেছে। আমাকে চট্টগ্রামের ভাষা শিখতে হয়েছে। শুটিংয়ে অনেক পরিশ্রম করতে হয়েয়ে। আমার বিশ্বাস দর্শকদের সিনেমাটি ভালো লাগবো।
এ চলচ্চিত্রটির গল্প লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। যার কলমে উঠে এসেছে ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ চলচ্চিত্রের মতো গল্প। আর চিত্রনাট্য করেছেন শ্যামল সেনগুপ্ত ও নির্মাতা মিলেই।