শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘গরিবের ডাক্তার’ এজাজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৬ এএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ডা. এজাজ গরিবের ডাক্তার হিসেবেই পরিচিতি লাভ করেছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি দায়িত্ব পালন করে গাজীপুরে নিজের চেম্বারে সেখানকার মানুষদের চিকিৎসা দেন এজাজ। 

অসহায় গরিব মানুষদের চিকিৎসা করতে খুবই অল্প পরিমাণ টাকা ভিজিট নিয়ে থাকেন তিনি। শুধু তাই নয় গরিব রোগীদের জন্য তার ভিজিট শিথিলযোগ্য বলেও উল্লেখ করা আছে তার চেম্বারের সামনে ঝুলানো বোর্ডটিতে। এ কারণে সবাই তাকে ‘গরিবের ডাক্তার’ নামে ডাকেন।

অন্যদিকে অভিনয়ে তিনি এতোটাই জনপ্রিয় যে, কোন নাটক সিনেমায় তার উপস্থিতি মানেই বাড়তি বিনোদন। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মাধ্যমে তার নাটকে আগমন। পরবর্তীতে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন।

 

চিকিৎসক পেশা ঠিক রেখেই নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা। নিজের অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন অনেকে আগেই। চিকিৎসক হিসেবেও মানুষের হৃদয়ে রয়ে গেছেন প্রিয় মানুষ হিসেবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার চেম্বারে সামনে ঝুলানো বোর্ডের কারণে আবারো আলোচনায় এসেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে প্রশংসা করেছেন অনেকেই।

তার চেম্বারের সামনে ঝুলানো সেই বোর্ডের ছবিই যেন কথা বলে। কেননা সেখানে রোগী দেখার ফিস উল্লেখ করা আছে। নতুন রোগী হলে ৩০০ টাকা আর পুরনো রোগী হলে ২০০ টাকা নেন তিনি। এছাড়ও গরীবদের জন্য এ ফিস শিথিলযোগ্য বলেও উল্লেখ আছে।