ঘরোয়া কাজে মেয়োনিজের অসাধারণ ব্যবহার!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:২৭ এএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
যেকোনো ফাস্টফুড আইটেমে মেয়োনিজ খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এই বিষয়টি কম বেশি সবারই জানা। কিন্তু জানেন কি, মেয়োনিজ শুধু খাবারের স্বাদ বারাতেই কাজে লাগে না। এটি আরো অনেক কাজেই ব্যবহার করা যায়। চলুন দেখে নেয়া যাক ঘরোয়া কাজে এর ব্যবহার-
১. দরজা-জানলার ছিটকিনি বা তালায় জং ধরে গেলে কিছুক্ষণ মেয়োনিজ লাগিয়ে রাখুন। এরপর কয়েকবার নাড়াচাড়া করুন। দেখবেন সহজেই জং দূর হয়ে যাবে।
২. কাঠের টেবিলের ওপর অনেক সময় চা বা কফির কাপ রাখলে সেখানে গোল হয়ে দাগ পড়ে যায়। দাগের জায়গায় মেয়োনিজ লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। দাগ দূর হবে অনায়াসে।
৩. স্টিলের বাসন ব্যবহার করতে করতে প্রায়ই আঙুলের ছোপ পড়ে যায়। মেয়োনিজ লাগিয়ে স্টিলের বাসন আবার ভালো করে নরম কাপড় দিয়ে মুছে নিন। এতে বাসন ঝকঝকে হয়ে যাবে।
৪. শিশুরা দেয়ালে আঁকিবুঁকি করতে ভালোবাসে। কিন্তু সেই দাগ সহজে উঠানো যায় না। তবে সেই দাগ দূর করতে পারেন মেয়োনিজের সাহায্যে।
৫. মাঝে মধ্যে আঙুলের আংটি এমনভাবে চেপে বসে যে কিছুতেই খোলা যায় না। সেক্ষেত্রে আঙুলে ভালো করে মেয়োনিজ মেখে নিন। আংটি খুলে আসবে সহজেই।
৬. অসাবধানতাবশত চুলে চুইংগাম লেগে গেলে কিছুক্ষণ মেয়োনিজ লাগিয়ে রাখুন। তাতে চুইংগাম উঠে যাবে খুব সহজেই।