বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘুষ নেয়ার কথা স্বীকার করেছেন সাবেক ইন্টারপোল প্রধান!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০১ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

ইন্টারপোলের সাবেক প্রধান মেন হংওয়েই তার ঘুষ নেয়ার অপরাধ স্বীকার করেছেন বলে দাবি করেছে চীন। ২০ লাখ ডলারের বেশি ঘুষ নেওয়ার দায়ে তার বিচার শুরু হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, তিয়ানজিনের আদালতের দেয়া পরবর্তী তারিখে তার ব্যাপারে রায় ঘোষণা করা হবে। ইন্টারপোলের প্রথম চীনা প্রধান মেন গত সেপ্টেম্বরে ফ্রান্স থেকে চীন সফরে যান। তখন তাকে আটক করা হয়।

কমিউনিস্ট পার্টি পরে নিশ্চিত করেছিল যে দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রপতি শি জিংপিংয়ের অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। মেনের স্ত্রী ফ্রান্সে আছেন। তিনি বলছেন, মেনের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিকভাবে অনুপ্রাণিত।

 

চলতি বছরের মে মাসে মেনের স্ত্রীকে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে। তার ভয়, তিনি ও তার সন্তানরা অপহরণের শিকার হতে পারেন।