ভয়াবহ বিপদের মুখে এশিয়ার শতকোটি মানুষ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৮ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
হিমালয়ের বরফ আশঙ্কাজনক হারে গলছে৷ এমন চলতে থাকলে অন্তত একশ' কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। গত ৪০ বছরে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তোলা ছবি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া নাসা ও জাপানি মহাকাশযানের পাঠানো সাম্প্রতিক কিছু ছবির সঙ্গে স্নায়ুযুদ্ধের সময় মার্কিন গুপ্তচর স্যাটেলাইটগুলোর আগের ছবির তুলনা করেছেন বিজ্ঞানীরা।
গত বুধবার সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শতকের তুলনায় হিমালয়ের বরফ এখন দ্বিগুণ হারে গলছে। বিজ্ঞানীরা দেখেছেন, ১৯৭৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে ৪০০ কোটি টন বরফ গললেও পরের ১৬ বছর এর পরিমাণ ছিল দ্বিগুণ। অর্থাৎ এখন প্রতিবছর গড়ে প্রায় ৮০০ কোটি টন বরফ গলছে। এতে বছরে সাড়ে পাঁচ ফুটের (৫০ সেন্টিমিটার) চেয়েও বেশি বরফ কমছে।
বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, বেশি হারে বরফ গলার কারণে ভারত, চীন, নেপাল, ভুটানসহ এশিয়ার কয়েকটি দেশের অন্তত ১০০ কোটি মানুষের জন্য পানির সংকট দেখা দিতে পারে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হিমবাহ গবেষক জোশুয়া মাউরার বলেন, যে হারে বরফ কমছে তা সত্যিই আশঙ্কাজনক, তবে বরফ গলার হার দ্বিগুন বেড়ে যাওয়াটা আরো বেশি আশঙ্কাজনক।
জার্মানির বন শহরে জলবায়ু সম্মেলন চলছে৷ এ সময়েই সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত হল প্রতিবেদনটি।