দু্ই যুগ পর উত্তর কোরিয়া সফরে চীনা প্রেসিডেন্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে তিনি পৌঁছান বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে।
১৪ বছরের মধ্যে এই প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করছেন। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর শি’র এটাই প্রথম উত্তর কোরিয়া সফর।
এ সফরে শি নিষেধাজ্ঞা জর্জরিত উত্তর কোরিয়ার জন্য বেশকিছু অর্থনৈতিক সহযোগিতা প্রকল্প নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে কোরীয় উপদ্বীপের অবরুদ্ধ অর্থনীতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন।
জাপানে জি-২০ শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে চীনা প্রেসিডেন্টের এ সফরে পিয়ংইয়ং-ওয়াশিংটন সম্পর্কের উত্থান-পতন নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
জি-২০ সম্মেলনে শি-র সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।
উত্তর কোরিয়ার ক্ষমতায় আসায় পর থেকে এ নিয়ে ৪ বার চীন সফর করেছেন কিম। অন্যদিকে ২০০৫ সালে চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সফরকালে উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন কিমের বাবা কিম জং ইল।
পারমাণবিক কর্মসূচিসহ নানান বিষয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অবরোধের মধ্যে আছে উত্তর কোরিয়া। কোরীয় সংকটের একটা গ্রহণযোগ্য সমাধানের প্রত্যাশায় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুবার বৈঠক করেছেন। তবে এই বৈঠকে কোনো সমাধান আসেনি।
উত্তর কোরিয়ার বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত চীন। পিয়ংইয়ংয়ের ওপর বেইজিংয়ের যথেষ্ট প্রভাবও রয়েছে। যুক্তরাষ্ট্রের নানা অবরোধের মধ্যে চীনের কাছ থেকে সমর্থন পেয়ে আসছে উত্তর কোরিয়া।