বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাহুলের পরাজয়ের কারণ যোগ ব্যায়াম না করা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

ভারতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ১৭তম লোকসভা নির্বাচনে বেশ বাজেভাবেই প্রতিপক্ষ বিজেপি’র কাছে পরাজিত হয়েছে কংগ্রেস। ভালো করতে পারেনি দলটির প্রধান রাহুল গান্ধীও। কংগ্রেস ও রাহুলের এ পরাজয়ের মূল কারণ হিসেবে যোগ ব্যায়াম না করাকে উল্লেখ করেছেন দেশটির জনপ্রীয় যোগগুরু বাবা রামদেব।

সম্প্রতি আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, কংগ্রেস ডুবেছে শুধুমাত্র যোগব্যায়াম না করায়। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী যোগব্যায়াম করতেন। সে কারণেই তারা সাফল্যের শিখরে পৌঁছেছিলেন এবং সরাসরি ঈশ্বরের আশীর্বাদ ছিল তাদের ওপর। কিন্তু তাদের উত্তরসূরীরা যোগব্যায়াম করেন না। তিনি বলেন, রাহুল গান্ধী যোগব্যায়াম করেননি বলেই এভাবে হেরেছেন, সাফল্য পাচ্ছেন না।।

হরিদ্বারের গঙ্গার তীরে রামদেব প্রতি বছরই ২১ জুন আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে হাজার হাজার মানুষকে নিয়ে যোগাসনে অংশ নেন। এবার তিনি এই অনুষ্ঠানে এসে যোগাসনে আন্তর্জাতিক দিবসের আগে রাহুল ও মোদিকে বিপরীত বার্তা দিয়ে রাখলেন।

 

রামদেব জানান, মোদিই প্রথম প্রধানমন্ত্রী যিনি লোকজনের মধ্যে যোগাভ্যাস তৈরি করেছেন। বিজেপির সব কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়করা যোগব্যায়াম করেন। তিনি বলেন, মোদি জনসাধারণের মধ্যে যোগব্যায়ামের প্রয়োজনীয়তা ও উপকারিতা ছড়িয়ে দিয়েছেন। আর রাহুল নিজেই যোগব্যায়াম করেন না।