বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভূমি ব্যবস্থাপনায় সহযোগিতা করবে রাশিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ২২ জুন ২০১৯ শনিবার

ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি বিরোধ নিষ্পত্তি বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে রাশিয়া। রাশিয়া সফররত ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে রুশ অর্থনৈতিক উন্নয়ন উপমন্ত্রী এবং রাশিয়ার ‘ফেডারেল সার্ভিস ফর স্টেট রেজিস্ট্রেশন, ক্যাডাস্ট্রে অ্যান্ড কার্টোগ্রাফি’র (রোজরিস্তার) প্রধান ভিক্টোরিয়া আব্রামচেঙ্কোর মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে এই আশ্বাস দেয় রাশিয়া।

 

বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত রোজরিস্তার সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের ভূমিমন্ত্রী রুশ মন্ত্রীকে জানান, বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা এখন সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা সম্পূর্ণরুপে ডিজিটালাইজড হয়ে যাবে।

 

ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, দ্বিপক্ষীয় বৈঠকে জিও-পোর্টাল, ব্লকচেইন রেজিস্ট্রেশন প্রযুক্তি, কৃষি জমি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, ভূমি জরিপ, ভূমি সার্ভিস, ল্যান্ড জোনিং, বিজ্ঞানসম্মত ভূমি ব্যবহার, বিশেষজ্ঞ ও প্রযুক্তি বিনিময় ইত্যাদি বিষয়ের উপর আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের ভূমি আপীল বোর্ডের সদস্য আবুহেনা মোস্তফা কামাল, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সচিব মো. হাফিজুর রহমান চৌধুরী, রাশিয়ার রোজরিস্তার উপপ্রধান নাদেজদা সামোয়লোভা ও ম্যাক্সিম স্মার্নঅফসহ দুই দেশের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত সংস্থার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।