সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত লুৎফর রহমান জর্জ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৪ এএম, ২২ জুন ২০১৯ শনিবার
শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে অভিনয় শিল্পী সংঘের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মলিনায়তনে শুক্রবার সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়ে থেকে বেলা ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা। তবে ফলাফল প্রকাশের আগেই জানা গেল বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা লুৎফর রহমান জর্জ।
জানা গেছে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এই অভিনেতা। লুৎফর রহমান জর্জ বলেন, সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসায় গত মেয়াদে আমি আপনাদের পাশে থাকতে সচেষ্ট ছিলাম। আমার শুভাকাঙ্খী, সহযাত্রী , সাংবাদিক বন্ধুরা, পরিচালক বন্ধুরা, নাট্যকার বন্ধুরা, সিনেমাটোগ্রাফার বন্ধুরা, সহকারী পরিচালক বন্ধুরা, প্রোডাকশন ম্যানেজার বন্ধুরা, প্রোডিউসার বন্ধুরাসহ যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সব বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আমি যার পরনাই মুগ্ধ, অভিভূত ও কৃতজ্ঞ। সেই শক্তিতে এবারো আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম আপনাদের পাশে থাকবো বলে। 'সাংগঠনিক সম্পাদক' পদে ইতোমধ্যে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন অন্তবর্তীকালীন নির্বাচন কমিশন। আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এতো সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উৎসব আয়োজনের জন্য।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৬০৮ জন। টোকেন সংগ্রহ করে ভোট দিয়েছেন ৫১৬ জন ভোটার।
এবারের নির্বাচনে ২১ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫১ জন প্রার্থী। এ নির্বাচনে সভাপতি পদে লড়ছেনন তিনজন প্রার্থী। তারা হচ্ছেন- শহীদুজ্জামান সেলিম, তুষার খান ও মিজানুর রহমান। স-হসভাপতির তিনটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, তানিয়া আহমেদ, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল বাবু ও দিলু মজুমদার।
এবার সাধারণ সম্পাদক পদে লড়ছেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান। এ ছাড়া দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, আমিনুল হক আমিন, রওনক হাসান ও সুমনা সোমা। তবে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হয়ে আছেন লুৎফর রহমান জর্জ।
অর্থ সম্পাদক পদে লড়ছেন নূর এ আলম (নয়ন) ও মাঈন উদ্দিন আহমেদ (কোহিনূর)। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান পারভেজ মুরাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, গোলাম মাহমুদ ও মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু।
আইন ও কল্যাণ সম্পাদকের পদে লড়ছেন শামীমা তুষ্টি, মম শিউলী (মমতাজ বেগম) ও শিরিন আলম। প্রচার ও প্রকাশনা পদের জন্য প্রাণ রায়, শফিউল আলম বাবু ও শহিদ আলমগীর। তথ্যপ্রযুক্তি পদে মুলুক সিরাজ ও সুজাত শিমুল।
কার্যনির্বাহী সাতটি পদে লড়ছেন বন্যা মির্জা, রাজিব সালেহিন, জাকিয়া বারী মম, নুরুন জাহান বেগম, রেজাউল করিম সরকার, নাদিয়া আহমেদ, মাসুদ আলম তানভীর, মাহাদী হাসান পিয়াল, মুনিরা বেগম মেমী, ওয়াসিম হাওলাদার, জাহিদুল ইসলাম চৌধুরী, মাহাবুবুর রহমান মোল্লা, সনি রহমান, শামস সুমন, আবদুর রাজ্জাক, সামসুন নাহার শিরিন ও সেলিম মাহবুব।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। এতে শহীদুল আলম সাচ্চু (সভাপতি) এবং আহসান হাবিব নাসিম (সাধারণ সম্পাদক) হিসেবে নির্বাচিত হন। আর সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন লুৎফর রহমান জর্জ। দুই বছর মেয়াদি এই কমিটির সময় শেষ হয় চলতি বছর ফেব্রুয়ারিতে।