শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

২০১৯ সালেই ‘ঢাকা ২০৪০’ এর শুরু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২২ জুন ২০১৯ শনিবার

নির্মাতা দীপঙ্কর দীপন ২০১৭ সালে ঢাকা অ্যাটাক চলচ্চিত্রটি নির্মাণ করে সুখ্যাতি লাভ করেন। এরপর নতুন কোনো ছবি নির্মাণ না করলেও সপ্তাহ খানেক আগে অপারেশন সুন্দরবন নামের একটি ছবি নির্মাণের ঘোষণার পর নতুন আরেকটি ছবি নির্মাণের ঘোষনা দেন তিনি। নতুন ছবির নাম ঢাকা ২০৪০। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এ ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, চলচ্চটির প্রযোজক সনেট কুমার সাহা, ডাকসু’র সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ চলচ্চিত্রাঙ্গনে অনেকেই।

 

 

ছবিটিতে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া ও বাপ্পী চৌধুরী। এ ছাড়াও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে।

 

দীপংকর দীপন বলেন, এটি শুধুমাত্রই একটি ভবিষ্যত নির্ভর ছবি নয়। এটি একটি সোশ্যাল ড্রামা, তবে ২০৪০ সালের। আমিও আপনাদের মতোই একজন- বাংলাদেশ নিয়ে নেতিবাচক কিছু বললে যার খুব গায়ে লাগে। নিজের কাজটা দিয়ে বাংলাদেশের ইমেজকে একটু এগিয়ে দিতে চাই। ঢাকা ২০৪০ তেমন একটি ছবি।

সিনেমাটি বিষয়ে তিশা বলেন, ভালো একটি কাহিনী নিয়ে কাজ হচ্ছে। আমরা সুন্দর এক বাংলাদেশ চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

নুসরাত ফারিয়া বলেন, ঢাকা ২০৪০ দীপন দা নিয়ে আসছিলেন নয় মাস আগে। তখনই কাহিনির বুনন আমাকে মুগ্ধ করেছে। আমরা চলচ্চিত্রে যেভাবে এগিয়ে যাচ্ছি সেটা এই চলচ্চিত্রের মধ্য দিয়ে আরও একধাপ যাবে। সবাই এই কাজটির জন্য দোয়া করবেন।

বাপ্পী বলেন, অনেকদিন ধরেই স্বপ্ন ছিল সেনাবাহিনী টাইপের বা ক্রিকেটারের চরিত্রে কাজ করার। কিন্তু তা করতে না পারলেও এমন একটি ছবিতে কাজ করতে যাচ্ছি যা বাংলাদেশের মানুষ আগে দেখেনি। এই ছবির জন্য বেশ কিছু ছবি ছেড়েছি। সবাই কাজটির জন্য দোয়া করবেন। মানুষ যেন ছবিটি দেখে মানুষ ২০৪০ সালের ছবি দেখার স্বাদ নিতে পারে।