২ হাজার মাইল ট্রেন ভ্রমণ করবে চার হাতি!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৪ এএম, ২২ জুন ২০১৯ শনিবার
ট্রেন ভ্রমণে হাতি! ভাবা যায়? হয়তো এটা শুধু ভারতেই সম্ভব। ধর্মীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে চারটি হাতিকে ১৯২৬ মাইল ট্রেন ভ্রমণ করতে হচ্ছে। যা নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে। খবর বিবিসি।
ভারতের আসামের রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ওই হাতিগুলো মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। এমনকি প্রাণহানিরও আশঙ্কা করা হচ্ছে!
বিবিসি বলছে, আড়ম্বর ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন জানানো হয়েছে। এদিকে চার হাতিকে আসামের তিনসুকিয়া শহর থেকে ট্রেনে করে গুজরাটের আহমেদাবাদে নিয়ে সেখানে একটি মন্দিরে পদযাত্রায় অংশ নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে ঠিক কত তারিখে হাতিগুলোর ট্রেন ভ্রমণ শুরু হবে তা এখনো জানা যায়নি। তবে ৪ জুলাইয়ের আগেই তারা আহমেদাবাদে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ভারতের আইন অনুযায়ী, কোনো হাতিকে ৩০ কিলোমিটারের বেশি হাঁটানো এবং এক নাগাড়ে ছয় ঘণ্টার বেশি ভ্রমণে বাধ্য করা যাবে না।