কাঁঠালের বিচির কাবাব
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৭ এএম, ২২ জুন ২০১৯ শনিবার
কাঁঠাল কাঁচা-পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। এমনকি কাঁঠালের বিচিও। এর বিচি শুধু খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণের দিক থেকেও এটি অনন্য। কাঁঠালের বিচি দিয়ে হরেক রকমের পদ নিশ্চয়ই খেয়ে থাকবেন! তবে জানেন কি? কাঁঠালের বিচির মজাদার কাবাব কিন্তু বেশ সুস্বাদু। চাইলেই এটি ঘরে বানাতে পারেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই রেসিপিটি-
উপকরণ: কাঁঠালের বিচি ১ কাপ, মাংসের কিমা- এক কাপ, ডিম ১টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাবাব মসলা ১ চা চামচ, গরম মসলা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ- স্বাদমতো, তেল- পরিমাণমতো
প্রণালী: কাঁঠালের বিচি খোসা ফেলে তিন ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এবার উপরের লাল আবরণ পরিষ্কার করে নিন। বিচি সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। এবার মাংসের কিমা, আদা-রসুন বাটা দিয়ে সেদ্ধ করে মিহি করে বেটে নিন। এরপর তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে গোলাকার চ্যাপ্টা কাবাব বানিয়ে ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।