বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ত্রিশ বছরের অবসর ভাতা জমিয়ে স্বামীর নামে মসজিদ বানালেন স্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার

স্বামী বেঁচে নেই। রেখে যাওয়া অবসরের ভাতা ভোগ না করে স্বামীর প্রতি ভালোবাসার স্বাক্ষী হয়ে রইলেন স্ত্রী। মৃত স্বামীর ৩০ বছরের অবসর ভাতা জমিয়ে তারই নামে একটি মসজিদ বানিয়েছেন এক সৌদি নারী। ওই নারীর এমন পদক্ষেপের ছবি সোমবার তার ছেলে টুইটারে প্রকাশ করে।

সোশ্যাল মিডিয়ায় ছেলে মোহাম্মদ আল হারবি ওই ছবি প্রকাশ করার পর অনেকে প্রশংসা করেছেন। আল হারবি টুইটারে যে ছবি প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে, তার মা নতুন বানানো মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন।

ছবির নিচে আল হারবি লিখেন, তুমি কত মহৎ, মা…তুমি কখনও আমার মৃত বাবার অবসর ভাতা ভোগ করো নি। আমার বাবার নামে মসজিদ বানানোর আগ পর্যন্ত গত ৩০ বছর ধরে এই টাকা জমিয়েছ। আমার বাবা শান্তিতে থাকুন এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

আল হারবি ওই টুইট করার কয়েক ঘণ্টার মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। অনেকে ওই ছবি শেয়ারও করেন।

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, আল্লাহ তাকে ও তার স্বামীকে পরকালেও এক করুন। আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, এটি ভালোবাসার সর্বোচ্চ রূপ।