১২ ঘণ্টায় ১০ হাজার বার বজ্রপাত!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১০ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার
সাউথ ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় মঙ্গলবার এক ঘণ্টায় এক হাজার বারের বেশি বজ্রপাতের ঘটনা ঘটেছে।
এসময় পুরো এলাকা আকস্মিক বন্যায় তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ ওই এলাকার ৬০০ বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে।
স্থানীয় টেলিভিশন খবরে বলা হয়, ১২ ঘণ্টায় ১০ হাজার বারের বেশি বজ্রপাতের ঘটনা ঘটে।
ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছিলো। এরইমধ্যে হঠাৎ করেই মঙ্গলবার সন্ধ্যার দিকে আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে ভয়ংকর বজ্রঝড় শুরু হয়। চলে ভোর রাত পর্যন্ত।
অন্তত ২০-২৫ মিনিট বিরতিহীনভাবে বজ্রপাত হয়। এ সময় পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।