ইন্দোনেশিয়ায় দিয়াশলাই কারখানায় অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৩০
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১২ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় দ্বীপ সুমাত্রার একটি দিয়াশলাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দ্বীপটির উত্তরের ল্যাঙ্ক্যাপ জেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৩টি শিশুও রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্ঘটনা কবলিত কারখানাটিতে প্রায় ৩০ জনের মতো শ্রমিক কাজ করতেন। অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের কেউ বাচঁতে পেরেছেন কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।
ল্যাঙ্ক্যাপ জেলার স্থানীয় দুর্যোগ প্রতিরোধ সংস্থার কর্মকর্তা ইরওয়ান সেয়াহরি বলেন, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে নিহতদের অবস্থা এতটাই ভয়াবহ যে তাদের অনেককেই সনাক্ত করা যাচ্ছে না।
উত্তর সুমাত্রার পুলিশের মুখপাত্র তাতান দিরসান আতমাজা বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।