বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিউনিসিয়া থেকে ফিরছেন ১৭ বাংলাদেশি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়ার উপকূলে আটক হওয়া ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন আজ দেশে ফিরছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। 

আজ রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাদের ঢাকায় আসার কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। 
তিনি জানান, বাকি ৪৭ জনকে পর্যায়ক্রমে দেশে আনা হবে।

নাম প্রকাশ না করে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় তিউনিসিয়ায় থাকা ওই বাংলাদেশিদের ফেরত আনা হচ্ছে।’

 

লিবিয়া থেকে সাগর পথে নৌকায় চড়ে ইউরোপের উদ্দেশ্যে যাওয়ার সময় তিউনিশিয়ার জারজিস উপকূলে তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এরপর একটি মিশরীয় নৌকা তাদেরকে তিউনিসিয়ার উপকূলে নিয়ে আসে।

উদ্ধার হওয়ার ১৭ দিন পর আজ তাদের মধ্যে ১৭ জন দেশে ফিরে আসছেন।

এর আগে বৃহস্পতিবার ১৬ জন বাংলাদেশি ভানুয়াতো থেকে দেশে ফেরত এসেছেন। তারা অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য সেদেশে গিয়েছিলেন।