ভালো কিছু করতে গেলে চ্যালেঞ্জ আসবে: বাণিজ্যমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৮ এএম, ২৩ জুন ২০১৯ রোববার
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভালো কিছু করতে গেলে চ্যালেঞ্জ আসবে। গতানুগতিক কাজের বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলা না করলে ভালো ও নতুন কিছু করা যায় না।
শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে ২০১৯-২০২০ মেয়াদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদেরও একইভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে হবে।
মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থাগুলোর প্রধানদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছুতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প কিছু নেই।
এ সময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সঙ্গে সবাইকে কাজ করার আহ্বান জানান টিপু মুনশি।