শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মন্দার দিনেও বক্স অফিসে হিট শাহিদের ‘কবীর সিং’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৯ এএম, ২৩ জুন ২০১৯ রোববার

‘কবীর সিং’ শাহিদ কাপুরের ক্যারিয়ারের মাইলফলক। আর এমন কথাই বলছে ছবিপ্রেমীরা। ‘কবীর সিং’-এর প্রথম দিনের বক্স অফিসের আয়ও সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। মুক্তির প্রথম দিনই প্রায় ২০.২১ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। তাও আবার উৎসবের মরসুমে মুক্তি পায়নি ছবি। এর আগে শাহিদ-দীপিকার ‘পদ্মাবত’ প্রথম দিনে ব্যবসা করেছিল ১৯ কোটি টাকার। 

চলতি বছর বক্স অফিসে প্রথম দিনের কামাইয়ে প্রথম পাঁচটি ছবির তালিকায় জায়গা করে নিল ‘কবীর সিং’। ‘ভারত’, ‘কলঙ্ক’, ‘কেশরী’-র পর চতুর্থ স্থানে রয়েছে শাহিদের ছবি। রণবীর সিং-আলিয়া ভাট অভিনীত ‘গালি বয়’-এর স্থান পঞ্চম। 

ঈদে রিলিজ করেছিল সালমানের ‘ভারত’। ছুটিতে চুটিয়ে ব্যবসা করেছিল ছবিটি। কিন্তু শাহিদের ‘কবীর সিং’ মুক্তি পেয়েছে ২১ জুন। অসময়ে মুক্তি পাওয়ার পরেও মন্দ নয় বক্স অফিসের আয়। নন হলিডে রিলিজ ‘টোটাল ধামাল’-কেও পেছনে ফেলেছে। অজয় দেবগণ-অনিল কাপুর-মাধুরী দীক্ষিতের মতো হেভিওয়েট অভিনেতাদের ‘টোটাল ধামাল’-এর প্রথম দিনের সংগ্রহ ছিল ১৬.৫০ কোটি টাকা।

প্রসঙ্গত, ‘উরি’, ‘লুকাছুপি’, ‘বদলা’, ‘অ্যাভেঞ্জার্স এন্ড গেম’, ‘দে দে পেয়ার দে’এর মতো ছবি নন হলিডে রিলিজ হওয়া সত্বেও বক্স অফিসে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ‘কবীর সিং’ তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি রিমেক। দুটি ছবিরই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবির গল্প, বেহিসেবি ডাক্তার কবীর সিংয়ের অবসাদ, মাদকাসক্তির নিয়ে ঘুরপাক খেয়েছে। মুখ্য চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন শাহিদ কাপুর। শাহিদের বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।