শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিটিং-মিছিলে ব্যস্ত কমিশনার পদপ্রার্থী সজল!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১১ এএম, ২৩ জুন ২০১৯ রোববার

জনপ্রিয় মডেল ও অভিনেতা সজল। নিজের ক্যারিয়ারে দুই একটি সিনেমা, নাটক, মডেলিং সব ধরনের প্ল্যাটফর্মে তিনি নিজেকে যুক্ত করেছেন। বিশেষ করে ছোট পর্দায় বহু নাটকে চ্যালেঞ্জিং চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার তিনি কমিশনার পদপ্রার্থী হলেন। আর এর জন্য অভিনয়-মডেলিং ছেড়ে দিয়ে মিটিং মিছিল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সজল!

তবে এতদিনের ক্যারিয়ারের কথা না ভেবে কেন তিনি কমিশনার পদপ্রার্থী হয়েছেন? পাঠক, অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছু নেই। বাস্তবে সজল কমিশনার পদে দাঁড়াননি। এমন চরিত্রে তাকে শুধু ওয়েব সিরিজে দেখা যাবে। 

সম্প্রতি ‘পাফ ড্যাডি’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন সজল। তাতে এই ধরনের জনপ্রতিনিধি চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।

 

‘পাফ ড্যাডি’ নাটকের দৃশ্য

‘পাফ ড্যাডি’ নাটকের দৃশ্য

এদিকে, দশ পর্বের ওয়েব সিরিজটিতে সজলকে দেখা যাবে সুলতান রূপে। এই চরিত্রে মূলত তিনি দর্শকদের সামনে হাজির হবেন। আর সুলতানের বিপরীতে থাকবেন টিনা। তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পরীমনিকে। 

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এর নির্দেশনায় এই ওয়েব সিরিজটিতে সজল ও পরী ছাড়াও আরো অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, বিজরী বরকতুল্লাহ, ইন্তেখাব দিনার, মৌটুসি প্রমুখ।

 

ওয়েব সিরিজটিতে নিজের চরিত্র নিয়ে সজল বলেন, এতদিন পরে বেশ ভালো একটি গল্পে কাজ করলাম। অভিজ্ঞতাও দারুণ। সত্যি বলতে রাজনৈতিক নেতাদের একটা ফিল পেয়েছি এতে। আর পুরোপুরি ভিন্ন একটি অভিজ্ঞতাও হয়েছে আমার। আশাকরি দর্শকদেরও সুন্দর একটি অভিজ্ঞতা (নেতাদের জীবন যাপন) হবে ওয়েব সিরিজটি দেখে।

‘পাফ ড্যাডি’ প্রযোজনা করছে ইউটিউব ভিত্তিক প্ল্যাটফর্ম বঙ্গবিডি। আর এটি খুব শিগগির তাদের চ্যানেলে প্রকাশ হবে বলেও জানান সজল।